শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিআরবিতে হাসপাতাল নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে মামলা: ১৬ জনের বিরুদ্ধে সমন জারি

রিয়াজুর রহমান :[২] সিআরবিতে পরিবেশ বিপন্ন করে ও মুক্তিযোদ্ধাদের কবরের ওপর বেসরকারি হাসপাতাল নির্মাণ বন্ধের আবেদন নিয়ে এ মামলা করেছেন এক আইনজীবী।সোমবার (১৯ জুলাই) চট্টগ্রাম সিনিয়র সহকারী জজ ১ম আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু নামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক আইনজীবী।

[৩] এতে সরকারের বিভিন্ন স্তরের ১৬ কর্মকর্তা ও সংস্থার প্রধানদের বিবাদী করা হয়েছে। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে প্রত্যেকের বিরুদ্ধে সমন জারি করেছেন। চট্টগ্রাম সিনিয়র সহকারী জজ ১ নম্বর আমলি আদালতের বিচারক রুবায়েত ফেরদৌস এ সমন জারি করেন।

[৪] মামলার বিবাদীরা হলেন, মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সিডিএ’র সচিব, ওয়াসার সচিব, পিডিবির প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, চসিকের সচিব, ফায়ার সার্ভিসের উপ পরিচালক, বিস্ফোরক দ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সচিব, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম, এস্টেট অফিসার, সভাপতি/সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, জেলা প্রশাসক ও সিএমপি কমিশনার।

[৫] মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু গনমাধ্যমকে বলেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে সিআরবি ঐতিহ্য, পরিবেশ রক্ষায় এবং মুক্তিযোদ্ধাদের কবর রক্ষায় প্রস্তাবিত স্থানে হাসপাতাল নির্মাণ বন্ধের আবেদন করে ১৬ জনকে বিবাদী করেছি। আদালত প্রত্যেকের বিরুদ্ধে সমন জারি করেছেন।

[৬] এরআগে গত ১৪ জুলাই সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে অন্য কোথাও নির্মাণের উদ্যোগ নিতে মন্ত্রিপরিষদ সচিবসহ ৮ জনকে নোটিশ দেওয়া হয়েছিল। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাস্টি আইনজীবী জিয়া হাবীব আহসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিমের দেওয়া এই নোটিশে বিবাদী করা হয়েছিল, মন্ত্রিপরিষদ সচিব, রেল সচিব, রেলওয়ের ডিজি, রেলওয়ের পূর্বাঞ্চল জোনের জিএম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির সিইও, পরিবেশ অধিদপ্তরের ডিজি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যন ও চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারকে। তাদের সাত দিনের সময় দিয়ে জবাব দিতে এ নোটিশ পাঠানো হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়