শিরোনাম
◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত ◈ বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল ◈ ইরানের বিরুদ্ধে অভিযানে সৌদি আকাশসীমা ব্যবহারে যুবরাজ সালমানের নিষেধাজ্ঞা ◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ কোরিয়ার গালি দিলে উত্তর কোরিয়ায় ১৫ বছরের সাজা

রাশিদুল ইসলাম : [২] দক্ষিণ কোরিয়ার গালি ব্যবহার করা নিয়ে সতর্ক করা হয়েছে উত্তর কোরিয়ার বাসিন্দাদের। এমনকি গানবাজনা, চুল কাটাসহ দক্ষিণ কোরিয়ার নানা ফ্যাশন অনুকরণের বিষয়েও সতর্ক করা হয়েছে। এর বিপরীতে গেলেই শাস্তির মুখে পড়তে হবে, জানানো হয়েছে দেশটির ক্ষমতাসীন দলের সংবাদপত্র রোদং সিনমুন পত্রিকার এক প্রতিবেদনে। স্পুটনিক
[৩] বিবিসি বলছে বিদেশি সংস্কৃতির প্রভাব থেকে দেশকে বাঁচাতে সম্প্রতি তোড়জোড় শুরু করে দক্ষিণ কোরিয়া। এর জের ধরে পাস করা হয় নতুন আইন। তারই ধারাবাহিকতায় নতুন এই সতর্কতাগুলো জারি করা হলো। আইন ভঙ্গ করলে কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।

[৪] রোদং সিনমুন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আদর্শিক ও সাংস্কৃতিক অনুপ্রবেশ বন্দুকধারী শত্রুর চেয়েও ভয়ংকর। বলা হয়, দক্ষিণ কোরিয়ার পপ সংস্কৃতির হুমকির মুখে লাখ লাখ মানুষ। প্রতিবেদনে উত্তর কোরিয়ায় ব্যবহৃত পিয়ংইয়ং উপভাষা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে এগিয়ে উল্লেখ করে তরুণদের সঠিকভাবে নিজেদের ভাষা ব্যবহার করার আহ্বান জানানো হয়।

[৫] উত্তর কোরিয়ার নতুন আইন অনুযায়ী, দেশটিতে কারও কাছ থেকে অধিক পরিমাণে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র বা জাপানের ছবি, ভিডিও বা গানের সংগ্রহ পাওয়া গেলে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা ভোগ করতে হবে। আর এগুলো দেখা অবস্থায় ধরা পড়লে পেতে হবে ১৫ বছর কারাদণ্ড।

[৬] উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার ‘ওপ্পা’ শব্দটির বহুল ব্যবহার হয়ে থাকে। এর অর্থ ‘বড় ভাই’। কিন্তু এখানে দেখা যায়, কোনো নারী তার স্বামীকে বা কোনো প্রেয়সী তাঁর ছেলে বন্ধুকে ‘ওপ্পা’ বলে ডাকছে। এমন শব্দগুলোর ব্যবহার থামাতে চাচ্ছে উত্তর কোরিয়া সরকার। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়