নুরে আলম: [২] মে মাসে ভেঙে দেয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার কয়েক দিনের মাথায় রোববার অনুষ্ঠিত হয় ভোট। এনডিটিভি
[৩] দেশটির ২৭৫ আসনের পার্লামেন্টে আস্থা ভোটে জেতার জন্য ১৩৬ ভোটের প্রয়োজন, যেখানে দেউবা পেয়েছেন ১৬৫ ভোট।
[৪] ১৯৯৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চার বার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন দেউবা। পঞ্চমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হলেন এই রাজনীতিবিদ।
[৫] কোন্দলের মুখে গত বছরের ডিসেম্বরে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা পার্লামেন্ট ভেঙে দেন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। এরপর পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান তিনি। কিন্তু বিরোধীরাও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। এতে প্রধানমন্ত্রী পদে টিকেও যান ওলি। কিন্তু সমস্যার সমাধান হয়নি তখনো।
[৬] সরকার ও দলে নিজের অবস্থান শক্তিশালী করতে গত মে মাসে আবারও পার্লামেন্ট ভেঙে দেনগুলো। কিন্তু দেশটির আইন প্রণেতারা এর বিরুদ্ধে অবস্থান নেন। পরে আদালতের আদেশে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শের বাহাদুর দেউবাকে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট।