শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১২:৪৬ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

আনোয়ার হোসেন শামীম: [২] এক রোগির মৃত্যুর ঘটনায় আজ রোববার সন্ধ্যায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে মারধর ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্ধ্যা ছয়টা থেকে হাসপাতালের জরুরী বিভাগ বন্ধ রাখা হয়েছে। আজ রাত সাড়ে নয়টায় এরিপোর্ট লেখা পর্যন্ত জরুরী বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল। তবে চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

[৩] পুলিশ ও হাসপাতাল সুত্র জানায়, আজ রোববার বিকেল থেকে জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ছিলেন চিকিৎসক সুজন পাল। সন্ধ্যা ছয়টার দিকে জাহেদা বেগম (৫৫) নামের এক রোগিকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। জাহেদার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে জাহেদার ছেলে জাহিদ মিয়া ও তার লোকজন উত্তেজিত হয়ে উঠেন। তারা জরুরী বিভাগের চেয়ার টেবিল ও জানালা ভাংচুর করে। চিকিৎসককে গালাগালি শুরু করে। এক পর্যায়ে তারা চিকিৎসক সুজন পালকে মারধর করে। এসময় আরেক চিকিৎসক নুরে জান্নাত এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৪] এই ঘটনায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক তাহেরা আকতার বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, আজ সন্ধ্যায় ১০-১২ জনের একটি দল জরুরী বিভাগের চেয়ার টেবিল ভাংচুর করে। চিকিৎসক সুজন পাল ও নুরে জান্নাতকে মারধর করা হয়। তারা নুরে জান্নাতকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান বলেন, অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

[৫] আহত চিকিৎসক সুজন পাল জানান, ওই রোগিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে মৃত ঘোষনার পরই রোগির স্বজনরা অতর্কিতভাবে এই ঘটনা ঘটায়।

[৬] তবে মৃত জাহেদা বেগমের ছেলে জাহিদ মিয়া অভিযোগ করেন, আজ দুপুর ১২টার দিকে তার মাকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে তাৎক্ষনিকভাকে তিনি তার মাকে নিয়ে জেনারেল হাসপাতালে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মায়ের পরীক্ষা নিরীক্ষা করতে বলেন। পরীক্ষা নিরীক্ষা করার পর বিকেল সাড়ে তিনটার দিকে তার মাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি না করে পরেরদিন রক্ত দিতে বলেন। এভাবে চিকিৎসার অভাবে তার মা মারা যায়।
এদিকে ঘটনায় জেনারেল হাসপাতালের চিকিৎসকরা চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধিদের গ্রেপ্তারের দাবি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়