শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষ্যংছড়ি বাজার সড়কটির বেহাল দশা

হাবিবুর রহমান সোহেল: [২] নাইক্ষ্যংছড়ি বাজার সংলগ্ন সড়কের অবস্থা এতটাই শোচনীয় রূপ নিয়েছে যে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। হঠাৎ কেউ এটিকে দেখলে মনে হবে সড়ক নয় যেন মিনি পুকুর।
খানাখন্দে ভরা ও ভাঙাচোরা এই সড়কে চলাচলরত যানবাহন, চালক, যাত্রী, পথচারীদের দুর্ভোগের শেষ নেই। সড়কটির কয়েকটি স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টির হলে সেখানে পানি জমে পুকুরে পরিণত হয়।

[৩] মৃত্যু ফাঁদে এভাবে প্রায় এক মাস ধরে চলাচল করছে যাত্রীবাহী ছোট বড় যানবাহন। নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র প্রধান এ সড়কটি চলিত অর্থ বছরে নামমাত্র সংস্কারের কাজ করেন সড়ক ও জনপদ বিভাগ। এ গুরুত্বপূর্ণ সড়কটির সংষ্কার কাজে অনিয়ম হওয়ায় কার্পের্টিং ও খোয়া উঠে বালু মাটি বের হয়ে সৃষ্টি হয়েছে একেকটি বড় বড় গর্তের। দেখে মনে হয় এটি যেন সড়ক না মিনি পুকুর। উপজেলা থেকে ১০০ গজের মধ্যেই এ সড়ক কারও চোখে পড়ে না।

[৪] অথচ ইউএনও, উপজেলা চেয়ারম্যান, সদর ইউপির চেয়ারম্যানসহ বড় বড় নেতারা উপজেলা সদরে অবস্থান করলেও দেখেও না দেখার ভান করে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান প্রধান এই সড়কটি সড়ক ও জনপদ বিভাগের হওয়ায় আমি কাজ করতে পারছিনা। তবে এ সড়ক যত সম্ভব দ্রুত নতুন করে নির্মাণ কাজ শুরু হবে।

[৫] নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটির সম্পাদক ডাঃ ফরিদ আহমেদ বলেন, বৃষ্টির পানিতে এসব গর্তে পানি জমে থাকায় দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়েছেন যানবাহন ও সাধারণ মানুষ। বাজারের ব্যবসায়ীরা এ সড়কটি দ্রুত সংষ্কার করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়