শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১১:৩০ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণ বঞ্চিত প্রতিবন্ধী পরিবারে ত্রাণ পৌঁছে দিলো ইউএনও

মোতাহার খান: [২] তপ্ত রোদে দাঁড়িয়ে ছিল প্রতিবন্ধী নারী ও তাঁর স্বামী সন্তান নিয়ে। এ সময় পৌর কাউন্সিলর দুস্ত অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা চাল বিতরণ করছিলেন। পরে সেই প্রতিবন্ধী নারী স্বামীকে নিয়ে চালের জন্য এগিয়ে গেলে চাল বিতরণকারীরা তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন এমন অভিযোগ উঠেছে। তবে বিষয়টি কাউন্সিলর অবগত ছিল কিনা সে ব্যাপারে জানা জায়নি। সেই নারী ভুলে এনআইডি কার্ড আনতে ভুলে গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় । অসহায় প্রতিবন্ধীকে লাঞ্চিত করা হয়েছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানুষ প্রতিবাদ করে। শনিবার গাজীপুরের শ্রীপুর পৌর সভার ৪ নম্বর ওর্য়াডে এমন ঘটনা ঘটে। পরে এমন খবর ইউএনওর নজরে আসলে আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য নিয়ে সেই অসহায় পরিবারের বাড়িতে যান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এ সময় তাদের অন্যসব খোঁজ খবর নেন ইউএনও। তাদের আরো সহায়তার আশ্বাস দেন তিনি।

[৩] স্থানীয়রা জানান, পৌর সভার ৪ নম্বর ওর্য়াডের কাউন্সিল কামরুজ্জামান মন্ডলের বাড়িতে চাল বিতরণ করা হচ্ছে এমন খবর পেয়ে সাইফুল ইসলাম তার প্রতিবন্ধী স্ত্রী ফেরদৌসিকে নিয়ে চাল আনতে যান। কাউন্সিলরের বাড়ি প্রায় ৫ কিমি দুরে। তারা পায়ে হেঁটে সেখানে যান। এ সময় ভুলে জাতীয় পরিচয়পত্র নিতে ভুলে যান তারা। পরে চাল চাইলে তাদের গলা ধাক্কা বের করে দেওয়া হয়। এ সময় কান্না করতে করতে তারা চাল ছাড়াই বাড়িতে ফিরে যান। তারা জানান, তাদের ছোট ছোট তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে একটি শিশু শাররীক প্রতিবন্ধী।

[৪] প্রধানমন্ত্রীর দেওয়া চাল না পাওয়া সাইফুল ও ফেরদৌসি জানান, অনেক বার বলেছি আমাদের ঘরে খাবার নাই। তিন পোলাপান নিয়া বেশ কষ্টে আছি তবুও চাল না দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। তারা জানান, বাড়ি অনেক দুরে থাকায় কার্ড নিতে আবার আসতে পারিনি। তারা আরো জানান, আজ দুপুরে এক স্যার খাওন দিয়া গেছে। অনেক ভালা ভালা খাওন পাইছি স্যারের কাছ থেইক্কা। আরো দিবো কইছে।

[৫] মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিবেন। অসহায় সবাই খাদ্য পাওয়ার অধিকার রাখে। প্রাধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দেবদূত। তাঁর দেওয়া খাবার একটি প্রতিবন্ধী অসহায় পরিবার পেলনা তা অত্যন্ত দুঃখের কষ্টের। এমন ন্যাক্কার জনক ঘটনা প্রতিবাদ জানাই।

[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, একটি প্রতিবন্ধী পরিবার চাল নিতে গিয়ে লাঞ্চিত হয়েছে এমন খবর চোখে পড়লে তাদের জন্য প্রাধানমন্ত্রীর সহায়তা খাদ্য নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। তাদের আরো সহায়তা করা হবে আশ্বাস্ত করা হয়েছে। তিনি আরো বলেন যদি কোনো ব্যক্তি পরিবার খাদ্য কষ্টে থাকে এমন খবর পেলেই খাদ্য পৌঁছে দেওয়া হবে অসহাদের বাড়িতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়