শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার টিকা পেলেন চার পোশাক কারখানার ১০ হাজার শ্রমিক

শরীফ শাওন: [২] স্প্যারো এ্যাপারেলস লিঃ, রোজ সুয়েটারস লিঃ, তুষুকা ডেনিম লিঃ এবং তুষুকা ট্রাউজার্স লিঃ কারখানা শ্রমিকদের নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া শুরু হয়েছে। রোববার সকালে গাজীপুর কোনাবাড়ী এলাকায় তুষুকা ডেনিম কারখানায় টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

[৩] বিজিএমইএ কর্তৃপক্ষ জানায়, অগ্রাধিকার ভিত্তিতে পোশাক শ্রমিকদেরকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বিবেচনায় রেখে, যেহেতু করোনা মহামারিতে দেশের অর্থনীতিকে রক্ষার জন্য তারা কাজ করছে , সে বিবেচনায় তাদেরকে টিকাদান কর্মসূচীর আওতায় আনার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দেওয়া হয়েছিলো। বিজিএমইএ নেতৃবৃন্দ স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাকেও অগ্রাধিকার ভিত্তিতে পোশাক শ্রমিকদেরকে টিকাদান কর্মসূচীর আওতায় আনার জন্য অনুরোধ করেছিলেন।

[৪] বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সকল জনগনকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা জরুরি। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন, বিশেষ করে কোভিড সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য মাস্ক পরিধান করার জন্য অনুরোধ জানিয়েছেন। শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ায় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

[৫] উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়