শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ৮৩ বছরের অসহায় বৃদ্ধার পাশে খাদ্যসামগ্রী নিয়ে হাজির পুলিশ

হারুন-অর-রশীদ: [২] জেলার বোয়ালমারীর ইসলামপুর গ্রামের মৃত ফইজউদ্দিন শেখের স্ত্রী ৮৩ বছর বয়সী রুপবান বেওয়ার পাঁশে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হলেন থানা পুলিশ। তাঁর ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ অনুযায়ী তার বর্তমান বয়স ৮৩ বছর। তার এক ছেলে পাঁচ মেয়ে। তার স্বামী গত ২০ বছর আগে মারা যান। এতো বয়স হলেও তিনি কোন সরকারি ভাতা পাননি। সরকারি খাস জমিতে বসবাস করেন তিনি।

[৩] টাকার অভাবে ওষুধও জোটে না তার কপালে। তার ছেলে দিন মুজুর। কোন মতে সংসার চালায়। ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, (বিপিএম সেবা) এই বৃদ্ধার খবর পেয়ে খাদ্য সামগ্রী বোয়ালমারী থানায় পাঠিয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমকে নির্দেশ দেন রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য পাঠানোর জন্য এবং তার খোঁজ নেওয়ার জন্য।

[৪] রোববার (১৮ জুলাই) দুপুরে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন। হাজির হয়ে রুপবান বেওয়ার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময়
সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান রুপবান বেওয়াকে অল্প সময়ের মধ্যে বয়স্ক ভাতা দেওয়া আশ্বাস দেন।

[৫] বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রুপবান বেওয়ার ভাগ্যে এখনো বয়স্ক ভাতার কার্ড জোটেনি এই সংবাদ ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, (বিপিএম সেবা) স্যার জানতে পেরে তিনি নিজে খাদ্য সামগ্রী পাঠান এবং আমরা ও ইউপি চেয়ারম্যানসহ তার বাড়িতে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী রুপবান বেওয়ার হাতে তুলে দেই। চেয়ারম্যান মো. মজিবর রহমান দ্রুত তাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়