শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনোগ্রাম লি.-এর ফোরআইআর কনস্ট্রাকশন ইআরপি ব্যবহার করবে প্লিয়াদিশ গ্রুপ

সাদেক আলী : গত ১৫ জুলাই প্লিয়াদিশ গ্রুপ বাংলাদেশ কার্যালয়ে এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্লিয়াদিশ গ্রুপ-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রুপ চেয়ারম্যান জুবায়ের আখতার চৌধুরী রনি এবং টেককনোগ্রাম লি. পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহমেদুল ইসলাম বাবু। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই কনস্ট্রাকশন ইআরপি বাস্তবায়নের মাধ্যমে প্লিয়াদিশ গ্রুপ বাংলাদেশে তাদের কনস্ট্রাকশন কাজগুলো আরও স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে সম্পন্ন করতে পারবে।

দেশের অন্যতম বাংলাদেশ জাপান যৌথ বিনিয়োগকারী কনস্ট্রাকশন গ্রুপ অব কোম্পানিজ প্লিয়াদিশ গ্রুপ তাদের কাজে আরও গতিশীলতা ও কর্মদক্ষতা আনতে টেকনোগ্রাম লিমিটেড-এর সাথে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি সুবিধা সম্বলিত কনস্ট্রাকশন ইআরপি বাস্তবায়নের মাধ্যমে অটোমেশনের উদ্যোগ গ্রহণ করেছে।

কনস্ট্রাকশন ইআরপি সফটওয়্যার একটি বিশেষায়িত ওয়েবভিত্তিক এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সল্যুশন সিস্টেম যা কনস্ট্রাকশন কোম্পানিগুলোর কর্মদক্ষতা সুচারুরূপে সম্পন্ন করানোর প্রয়োজনের জন্য নির্মিত। এই সিস্টেমগুলির মধ্যে একটি সেন্ট্রাল ডাটাবেসে সাধারণ সরবরাহকারী, ঠিকাদার, সাবকন্ট্রাক্টর, আর্থিক পরিচালনা, ইনভেন্টরি, ব্যাংক লোন ট্র্যাকিং, এইচ আর, প্রজেক্ট ম্যানেজমেন্ট, নির্মাণ অ্যাকাউন্টিং, পেরোল এবং অন্যান্য সকল কার্যক্রম পরিচালনা করা যাবে। ইনভেন্টরি সিস্টেমে অত্যাধুনিক 4IR ট্র্যাকিং সিস্টেম ইমপ্লিমেন্ট করার কারণে বিভিন্ন স্টকইয়ার্ড-এর স্টকসমূহের তাৎক্ষণিক ইনফরমেশন পাওয়া যাবে, ফলে ম্যাটেরিয়ালের সর্ব্বতম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট-এর মাধ্যমে বাজেট ও ইউটিলাইজেশন ভেরিয়েন্স খুব সহজেই মনিটর করা সম্ভব, ফলে ন্যুনতম খরচে প্রজেক্ট বাস্তবায়ন সম্বভ হবে। এই সফটওয়্যার আনালিটিক্যাল টুলসের মাধ্যমে প্রজেক্ট প্রফিটেবিলিটি দ্রুত ও সহজে নিন্বয় করা যাবে। ইনভেন্টরী কন্ট্রোল মডিউল-এর মাধ্যমে মেটেরিয়াল পিলফারেজ এবং লস কমানো যাবে। একাউন্টিং মডিউলের মাধ্যমে অটো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালান্স তৈরি হবে । হিউমান রিসোর্সে ম্যানেজমেন্ট মডিউল এর মাধ্যমে এমপ্লয়িদের কর্ম দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে। পেরোল মডিউলের মাধ্যমে অতি সহজেই এমপ্লয়ি স্যালারি স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে। অপ্রোভাল অটোমেশনের মাধ্যমে অতি দ্রুত ডকুমেন্ট এক ডিপার্টমেটন থেকে অন্য ডিপার্টমেন্ট স্থানান্তরিত হবে, ফলে কাস্টমার এবং সাপ্লাইয়ার সব সার্ভিস দ্রুত পাবে।

সর্বোপরি বিষয় ভিত্তিক সেন্ট্রাল ড্যাশ বোর্ড টপ ম্যানেজমেন্টকে সব সময় তাৎক্ষণাৎ আপটুডেট ইনফরমেশন প্রদান করতে পারবে ফলে সেমোতাবেক বোর্ড তার ডিসিশন সহজে নিতে এবং কর্ম পরিকল্পনা করতে সক্ষম হবে।

প্লিয়াদিশ গ্রুপ ২০১০ সাল থেকে বাংলাদেশে কনস্ট্রাকশন শিল্পে জাপানীস বিনি-বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যা বাংলাদেশে জাপানের বড় কনস্ট্রাকশন সাইটগুলো সম্পন্ন করছে।

টেককনোগ্রাম লিমিটেড (www.TechKnowGram.com) বাংলাদেশের একটি শীর্ষ আইসিটি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশের আইটি প্রতিভাগুলি সাশ্রয়ী মূল্যে দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে ব্যবহার করে। টেককনোগ্রামের পরিচালনার আইসিটি শিল্পে আউটসোর্সিং এবং অফশোরিংয়ে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে, ২৫ বছরেরও বেশি জাপান, ইউরোপ এবং মার্কিন বাজারে রয়েছে। ইতোমধ্যে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, সুইডেন এবং কানাডাসহ অংশীদার এবং ক্লায়েন্ট রয়েছে। জাপানে দক্ষ জনশক্তি ও আইসিটি পণ্য রপ্তানিতে টেককনোগ্রামের রয়েছে প্রমাণিত ট্র্যাক রেকর্ড। টেকনোগ্রাম লিমিটেড জাপানিজ এবং বাংলাদেশি বিনিয়োগকারি/কোম্পানি উভয়কে বাংলাদেশে-জাপানে ব্যবসা, বিনিয়োগ এবং প্রজেক্ট অনুসদ্ধানে সহায়তা করতে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়