শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে হজ শুরু, মিনায় হাজীদের অবস্থান

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] শনিবার সকাল থেকে পবিত্র কাবা তওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবারই প্রথম পুরুষ অভিভাবক ছাড়া হজের নিবন্ধন করার সুযোগ পেয়েছেন সৌদি নারীরা। আরব নিউজ

[৩] শনিবার দিবগত রাত হাজীরা মিনায় কাটিয়েছেন। রাতযাপন শেষে হাজিরা রোববার সারাদিন সেখানেই থাকবেন। মিনাতে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করা মুস্তাহাব। এখান থেকে আগামীকাল সূর্যোদয়ের পর তারা যাবেন প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে।

[৪] আরাফাতের ময়দানে অবস্থান হজের মূল আনুষ্ঠানিকতা (ফরজ)। এরপর কুরবানিসহ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ।

[৫] হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম আল সায়েদ বলেন, এবার প্রতি তিন ঘণ্টায় অন্তত ৬ হাজার হাজী পবিত্র কাবা তওয়াফের সুযোগ পাচ্ছেন। মহামারির কারণে সতর্কতার অংশ হিসেবে ৬ হাজার হাজির এক গ্রুপ তওয়াফ শেষ করার সঙ্গে সঙ্গেই জীবাণুমুক্ত করা হচ্ছে। এরপর অন্য আরো এক দল হাজি তওয়াফ করবেন। আল আরাবিয়া

[৬] কোভিড মহামরির কারণে গত বছর ও এ বছর স্বাস্থ্যবিধি মেনে চলছে পবিত্র হজ। এ বছর ৫ লাখের বেশি মানুষ অনলাইনে হজ করার আবেদন করেন। সেখান থেকে সৌদি সরকার কোভিড ভ্যাক্সিন প্রাপ্ত ৬০ হাজার মানুষকে হজের অনুমতি দিয়েছে।

[৭] সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা হজ পালন করছেন তাদের সবাইকে টিকা দেওয়া হয়েছে এবং তাদের বয়স ১৮-৬৫ বছর। গত ৫ বছরে যারা হজ পালন করেননি এ বছর সেসব ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া হজ করেননি ৫০ বছর বয়সি বা তার চেয়ে বেশি বয়সি ব্যক্তিদেরও অগ্রাধিকার দেওয়া হয়েছে। সৌদি গেজেট

[৮] গত বছর মাত্র ১০ হাজার মানুষকে হজ পালন করার অনুমতি পেয়েছিলেন। করোনা মহামারি শুরু হওয়ার আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ করতেন।

[৯] ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের ক্ষেত্রে জীবনে অন্তত একবার হজ করা ফরজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়