শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব মোর্শেদ: যারা ভালো মানুষের ইমেজ বিক্রি করেন সন্দেহের তালিকায় তাদের শীর্ষে রাখতে হবে

মাহবুব মোর্শেদ: বছর দুয়েক আগে ঘটনাচক্রে কয়েকজন বিজন্সে স্ট্র্যাটেজিস্ট ও আইটি স্পেশালিস্টের সঙ্গে বসতে হয়েছিল। তারা আলাপে আলাপে আমাকে নানান কিছু শেখাচ্ছিলেন। বেশ স্মার্ট লোকজন। তারা যে শেখাচ্ছেন এটা বুঝতে দিচ্ছিলেন না। এমন ভাব করছিলেন যে, আমার কাছ থেকেই শিখছেন। কথায় কথায় ইভ্যালির প্রসঙ্গ উঠলো। তখন ইভ্যালি অপারেশন শুরু করেছে। তারা বলছিলেন, অ্যাগ্রেসিভ মার্কেটিং জিনিসটা কী, কীভাবে কাজ করে। কীভাবে ইভ্যালি অ্যাগ্রেসিভ মার্কেটিং করে নিজেদের ব্র্যান্ডিং করছে। গ্রাহকদের ডেটা কালেক্ট করছে। কীভাবে অন্যদের মার্কেট ছাড়া করে ফেলছে। একপর্যায়ে আমি বললাম, আমার কাছে মনে হচ্ছে এরা খুব ফিশি বিজন্সে করছে, অনেকটা ফাটকাবাজির মতো কিছু করছে তারা। আমার কথা শুনে সকলেই হেসে দিলো। এমনকি ভদ্রতার মুখোশ ছেড়ে বেরিয়ে এলো। একজন এলো, বস লেটেস্ট মার্কেট সম্পর্কে আপনার মনে হয় কোনো ধারণা নেই। আরেকজন বললো, আমি আপনাকে লিখে দিলাম, খুব শর্ট টাইমে এরা মার্কেট লিডার হয়ে যাবে ইত্যাদি।

যাদের সঙ্গে কথা হচ্ছিল তারা কেউ ইভ্যালির লোক নন। বেনিফিশিয়ারিও নন। খুব বোকাও নন। কিন্তু তারা যে আস্থা সেদিন দেখাচ্ছিলেন তার কারণ কী? এই লোকগুলো বোঝাতে চাইছিলেন, তারা অনেকের চেয়ে স্মার্ট ও বুঝদার। কিন্তু ইভ্যালি এদের সবার চেয়ে চালাক। কেউ যখন চমক দিতে চেষ্টা করে, একেবারে নতুইডিয়া নিয়ে হাজির হয় তখন প্রথমে চমকে গেলে আপনি তার অধীনতা মেনে নিচ্ছেন। সে আপনাকে কীভাবে ঠকাবে সে চিন্তা না করে আপনি তাত্ত্বিকভাবে আপনার জ্ঞান খরচ করে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন।

কিন্তু চমকালে চলবে না। প্রত্যেকটা ঘটনাকে আমাদের দুভাবে দেখা উচিত। এক, অভিজ্ঞতার জায়গা থেকে, সাধারণ বিচারবুদ্ধি দিয়ে। দুই, জ্ঞানগতভাবে বা তাত্ত্বিকভাবে। তৃতীয় আরেকটা ব্যাপার মনে রাখা দরকার, যে তারকারা সবচেয়ে ভাল মানুষ সেজে ইভ্যালির মতো প্রতিষ্ঠানের মডেল হচ্ছেন তারাও কিন্তু বড় প্রতারক। বেশিরভাগ সময় তারা জেনেবুঝেই অপরাধ করেন। যারা ভালো মানুষের ইমেজ বিক্রি করেন সন্দেহের তালিকায় তাদের শীর্ষে রাখতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়