সাকিবুল আলম: [২] ২০০০ সালের দশকে দু’জন নারীকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘হলিউড রিপার’ ছদ্মনামের এই অপরাধীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। শুক্রবার লস অ্যানজেলসএর আদালতে এ রায় প্রকাশ করলে কান্নায় ভেঙে পড়ে নিহতের স্বজনেরা। বিবিসি
[৩] অ্যাসলে এলেরিন (২২) ও মারিয়া ব্রুনেকে (৩২) ক্যালিফোর্নিয়াতে তাদের নিজ বাসভবনে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিলো। মিচেল মারফি নামের আরো একজন নারীকে হত্যা করার সময় গারগিউলো ধরা পড়ে যান। মিচেল মারফি নামের ঐ নারী নিজেকে রক্ষা করতে সমর্থ হন।
[৪] শুক্রবার আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মারফি(২৬) তাকে হত্যা চেষ্টা করার ঘটনা সবিস্তারে তুলে ধরেন। ২০১৯ সালে মাইকেল গারগিউলোর বিরুদ্ধে ২টি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ১৯৯৩ সালে ১৮ বছর বয়সী এক জন নারীকে হত্যার অভিযোগও রয়েছে। ইলিনয়ে পৃথক এ হত্যা মামলার বিচার শুরু হবে।
[৫] ক্যালিফোর্নিয়া হত্যাকান্ডটি বিশ্বজুড়ে আলাদাভাবে আকর্ষণ তৈরি করে। কারণ নিহতদের একজন, এলেরিনের, ২০০১ সালের ফেব্রুয়ারি মাসের ঐ রাতে মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচারের সঙ্গে অভিসারে মিলিত হওয়ার কথা ছিলো। অভিনেতা অ্যাস্টন কুচারও এ মামলার একজন সাক্ষী।
[৬] ক্যালিফোর্নিয়াতে সর্বশেষ ২০০৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিলো। ২০১৯ সালে রাজ্যটির গর্ভনর গেভিন নিউসম মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্ত নেন।