শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুমোদহীনভাবে কোরবানির পশুর হাট: তাড়াশে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদকসহ আটক ৫ (ভিডিও)

হাদিউল হৃদয়: [২] সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনুমোদহীনভাবে কোরবানির পশুর হাট বসাতে বাধা দেওয়ায় পুলিশকে মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস বাজারে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশকে মারধর করার অপরাধে শুক্রবার দিবাগত রাতেই এ ঘটনার মর্মে মামলা ও অভিযান চালিয়ে তাদের নিজ-নিজ বাড়ি থেকে বারুহাস ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ৫ জনকে আটক করেছেন তাড়াশ থানা পুলিশ।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নুরনবী নামে একজন পুলিশের এসআই’র সাথে কয়েকজন ব্যক্তি তর্কাতর্কির এক পর্যায়ে ধাক্কা দিয়ে পশুর হাট থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন।

[৫] থানা সূত্রে জানা যায়, বারুহাস হাটের ইজারাদার ও ওই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা শুক্রবার সরকারী নির্দেশ অমান্য করে বারুহাস বাজার এলাকায় অনুমোদনহীন কোরবানির পশুর হাট বসান। এতে পুলিশ বাধা দিলে হাটের ইজারাদার মাসুদ রানাসহ তার চার সহযোগী ঝন্টু, রাসেল, আব্দুল হান্নান ও আবু হাসনাত বাবুসহ অজ্ঞাতরা পুলিশের উপর হামলা চালান ও মারধর করেন। এ অপরাধে তাড়াশ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের নিজ-নিজ বাড়ি থেকে এদের ৫জনকে আটক করেন।

[৬] এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, অনুমোদনহীন অবৈধ হাটে পুলিশ তাদের পেশাগত কাজে গেলে সরকারী কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক সুভাষ চন্দ্র বিশ্বাস বাদি হয়ে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন। সেই অনুযায়ী আসামীদের আটক করে শনিবার (১৭ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

[video width="640" height="368" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/07/Tarash-Sirajganj-Video-17.07.21.mp4"][/video]

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়