শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেহরক্ষীকে মাসে ১০ লাখ টাকা বেতন দেন বলিউড অভিনেত্রী আনুশকা

বিনোদন ডেস্ক : বলিউড সব তারকারাই তাদের সুরক্ষার জন্য মোটা টাকা খরচ করে থাকেন। শাহরুখ থেকে সালমান খান, কারিনা কাপুর থেকে অনুশকা শর্মা সকলেই এই বিষয়টি বাড়তি গুরুত্ব দেন। তারা যেখানেই যান সঙ্গে অন্তত একজন দেহরক্ষী থাকেন তাদের সাথে।

প্রকাশ সিংহ সনু। বলিউড তারকা আনুশকা শর্মার দেহরক্ষী। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পরিবারের সঙ্গে প্রায় দেখাই হয় না তার। এই সনুকে আনুশকা শর্মা প্রতিমাসে যে বেতন দেন তা শুনলে চোখ কপালে উঠবে আপনার। খবর আনন্দবাজার পত্রিকা

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয় বছর ধরে আনুশকার ছায়াসঙ্গী হয়ে ঘুরে বেড়াচ্ছেন সনু। দেশ ও দেশের বাইরে যেখানেই যান না কেন সঙ্গে সনুকে নিয়ে যান অভিনেত্রী। এই নয় বছরে আনুশকার বিশ্বাস অর্জন করে তার পরিবারের সদস্য হয়ে উঠেছেন সনু। সনু এখন আর শুধু আনুশকাকেই নিরাপত্তা দেন না, বিয়ের পর থেকে ভারতের ক্রিকেট অধিনায়কেরও নিরাপত্তার দায়িত্ব গিয়ে পড়েছে তার ওপরেই।

আনুশকা প্রতি বছরই সনুর জন্মদিনও পালন করেন। স্ত্রী আনুশকার পথে হেঁটে বিরাটও সনুকে বেশ গুরুত্ব দেন। মেয়ে ভামিকার জন্মের পর বিরাট এবং আনুশকাকে গাড়ি চালিয়ে ডাক্তারের ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন সনু। ভামিকার জন্মের পর প্রথম সেই ছবি ধরা পড়েছিল ক্যামেরায়।

তবে সনুর বেতন শুনে অনেকেই শুধু বিস্মিত হবেন না, কোনো কোম্পানি সিইও-ও লজ্জা পেতে পারেন। বছরে সনু এক কোটি ২০ লাখ টাকা পান। অর্থাৎ প্রতি মাসে তার অ্যাকাউন্টে ১০ লাখ টাকা করে ঢোকে। শুধু মাসের শুরুতে পরিবারের কাছে বেতনের একটা অংশ পাঠিয়ে দেন সনু। বাকি সময় আনুশকার নিরাপত্তার ব্যবস্থা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়