শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাইয়ের ১৭ দিনে সর্বাধিক ৭৬৭ জন ডেঙ্গু রোগি শনাক্ত

শাহীন খন্দকার: [২] শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর চলতি জুলাইয়ে ১৭ তারিখ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭৬৭জন।

[৩] চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩৭২ জন আর মধ্য জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। যা কিনা জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট রোগির প্রায় দ্বিগুণ। কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮১ জন। এর মধ্যে ঢাকার ৮০ আর ঢাকার বাইরে ১ জন।

[৪] বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৩৩৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩১ জন আর বাকি ৫ জন ঢাকার বাইরের হাসপাতালে। এছাড়া জানুয়ারী থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট ভর্তি ১১৩৯ জনের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ৮০১ জন। এদিকে আইইডিসিআর ডেঙ্গু সন্দেহে ২ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়