শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবকে সঙ্গে নিয়ে বিশ্বকাপের আয়োজক হতে চায় ইতালি

স্পোর্টস ডেস্ক: [২] সৌদি আরবকে সঙ্গে নিয়ে ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় ইতালি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা গণমাধ্যমকে জানিয়েছেন, ২০২৮ সালের ইউরো অথবা ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে তারা আগ্রহী।

[৩] বর্তমানে ৩২টি দল নিয়ে আয়োজন হচ্ছে বিশ্বকাপ। ২০২৬ থেকে ৪৮টি দল নিয়ে মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্ট। বিশাল এই ক্রীড়াযজ্ঞে মোট ৮০টি ম্যাচ হবে। প্রতিবেশী দেশ নিয়ে যৌথভাবে আয়োজন করা হয় বিশ্ব আসর। তবে ইতালির ইচ্ছা মধ্যপ্রাচ্যের দেশটিকে নিয়ে আয়োজক হবার।

[৪] দ্য অ্যাথলেটের বরাতে ফুটবল ইতালিয়া জানিয়েছে, মার্কিন সংস্থা বস্টন কনসালটেন্সি গ্রুপ সৌদি আরবকে বিশ্ব কাপের যৌথ আয়োজক হওয়ার পরামর্শ দিয়েছে। প্রাথমিকভাবে মিশর ও মরক্কোর নাম আসলেও ইতালির নামটি আরও ফলাও করে প্রচার করছে ইউরোপের গণমাধ্যমগুলো।

[৫] সম্প্রতি ইতালিয়ান সুপার কাপ সৌদির মাটিতে সম্পন্ন হয়েছে। দুই দেশের ফুটবল কূটনীতি বেশ বন্ধুত্বপূর্ণ। আরব দেশটি বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করায় বেশ সমালোচনাও শুরু হয়েছে। সৌদির মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও জামাল খাসোগির মতো সাংবাদিক হত্যার বিষয়গুলো সামনে চলে আসছে।

[৬] ২০২২ সালে একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে কাতার। ২০২৬ বিশ্বকাপ বসবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। ২০৩০ বিশ্ব আসরের আয়োজক হতে স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড ও চীনের মতো দেশগুলো আগ্রহ প্রকাশ করেছে। - রোমটাইমস/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়