শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ করা ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার প্রতিশ্রুতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক:[২] তাসখন্দ শীর্ষ সম্মেরনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ প্রতিশ্রæতি দেন এবং উভয় মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

[৩] শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশে দুটি পরমাণু প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রæতি দেন ।

[৪] বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান ড. মোমেন।

[৫] রোহিঙ্গা সংকট সমাধানে দেশটিকে অনুরোধ করলে সের্গেই ল্যাভরভ বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার জন্য তারা মিয়ানমারকে উৎসাহিত করবে।

[৬] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পাঠানো ভিডিও বার্তার জন্য ল্যাভরভকে ধন্যবাদ জানান ড. মোমেন।

[৭] তাসখন্দে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ।

[৮] ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১৪ জুলাই উজবেকিস্তান গেছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

[৯] সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলন শেষে ১৯ জুলাই দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়