শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভ্যাক্সের অধীনে বাংলাদেশকে আরো ৩০ লাখ টিকা দিবে যুক্তরাষ্ট্র: মিলার

কূটনৈতিক প্রতিবেদক: [২] শনিবার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ তথ্য জানিয়ে বলেছেন, মডার্নার এই ভ্যাকসিনগুলো সোমবার বাংলাদেশ পাবে। আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া হচ্ছে। সোমবার যা উভয় দেশের জন্যই আনন্দের।

[৩] আমেরিকান জনগণের দেওয়া উপহারের ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের সহায়তা করার প্রতিশ্রæতির নিদর্শনমাত্র। আমরা আমাদের উদ্বৃত্ত সরবরাহগুলো উপহার দেওয়া অব্যাহত রাখবো। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বিশ^কে জিততে হবে এবং এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র সবার সঙ্গে আছে।

[৪] এর আগে বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারের কার্যক্রম জোরদার করতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে চলেছে।

[৫] বাংলাদেশের মহামারি মোকাবিলা যুক্তরাষ্ট্র বৃহত্তম দাতা দেশ উল্লেখ করে মিলার বলেন, এখন পর্যন্ত কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি, প্রতিরক্ষা বিভাগ, স্টেট ডিপার্টমেন্ট এবং সিডিসির মাধ্যমে বাংলাদেশকে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছে।

[৬] যুক্তরাষ্ট্র মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রতিশ্রæতিবদ্ধ। প্রেসিডেন্ট বাইডেন টিকার বৈশ্বিক চাহিদা পূরণে সহায়তার লক্ষ্যে ৮০ মিলিয়ন ডোজ টিকা অনুদান দেওয়ার ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করেছেন।

[৭] ঢাকায় মার্কিন দূতাবাস জানায়, এই সহায়তা মহামারি নিয়ন্ত্রণ, ভাইরাসের নতুন ধরন তৈরি হওয়া শ্লথ করতে এবং বৈশ্বিক অর্থনীতি পুনরায় চালু করতে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়