শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার প্রধান আসামি আশু আলী গ্রুপের প্রধান আশু আলী (২৫) নিহত হয়েছেন। সময় টিভি

শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লীর বড়বিল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি টিম শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লীর বড়বিল এলাকায় যায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র‍্যাব। কিছুক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গোলাগুলির ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হলে তাদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত আশু আলী দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার শরাফাত আলীর ছেলে। সে কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি বলে জানান তিনি।

কক্সবাজারস্থ র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান আরো বলেন, সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় দুই খুনের (ডাবল মার্ডার) মামলায় প্রধান আসামি এ আশু আলী। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়