সাখাওয়াত হোসেন: [২] টোকিও অলিম্পিক গেইম আয়োজক কমিটির মুখপাত্র মাসা তাকায়া সংবাদ সম্মেলনে স্থানীয় সময় শনিবার এ তথ্য জানিয়ে বলেন, গেইম শুরু হওয়ার মাত্র ছয় দিন আগে গ্রামটিতে এই প্রথম একজনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেলো। তবে তাকে ঐ গ্রাম থেকে সরিয়ে একটি হোটেলে রাখা হয়েছে বলে জানান তিনি। এনডিটিভি
[৩] তবে জাপানের সাধারণ নাগরিক অলিম্পিক গেইমের বিরোধিতা করছেন। তারা অলিম্পিক গ্রাম থেকে নতুন কোনো প্রজাতির করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। টোকিও ২০২০ অলিম্পিক আয়োজকের প্রধান সেইকো হাশিমোতো বলেছেন, আমরা কোভিড সংক্রমণ ঠেকাতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছি।
[৪] জাপানের গণমাধ্যমগুলো জানিয়েছে আক্রান্ত ব্যক্তি বিদেশি নাগরিক। টোকিও ২০২০ অলিম্পিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তোশিরো মোটো জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি কোভিড টিকা গ্রহণ করেছে কিনা তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। রাশিদ
আপনার মতামত লিখুন :