শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। একমাত্র আইসিসি টুর্নামেন্টেই ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। সেই লড়াই আরও একবার দেখার সুযোগ পেতে চলেছেন ক্রিকেট অনুরাগীরা। আসন্ন টি-২০ বিশ্বকাপের সুপার ১২ রাউন্ডে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড এবং রশিদ খানের আফগানিস্তান। গ্রুপের বাকি দুটি দল উঠে আসবে বাছাই পর্ব থেকে।

[৩] এবছর টি-২০ বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আইসিসি। এবার বিশ্বকাপকে ভাঙা হয়েছে দুটি ভাগে। টুর্নামেন্টের প্রথম অর্থাৎ কোয়ালিফায়িং রাউন্ডে আটটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। এই দলগুলিকেও দুটি গ্রুপে ভেঙে দেওয়া হয়েছে। গ্রুপ এ’ তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া। গ্রুপ বি’ তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান। এই খেলাগুলি ওমান ক্রিকেট গ্রাউন্ড এবং সংযুক্ত আরব আমিররাতে আয়োজিত হবে।

[৪] এই রাউন্ড থেকে চারটি দল মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। এই চার দল এবং আইসিসি ক্রমতালিকায় প্রথম আটটি দল মিলে শুরু হবে এবারের টি-২০ বিশ্বকাপের সুপার ১২ রাউন্ড। এই রাউন্ডকে আবার দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপ অর্থাৎ গ্রুপ ওয়ানে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাছাই পর্ব থেকে আসা দুটি দল।

[৫] অন্যদিকে দ্বিতীয় গ্রুপে সরাসরি খেলছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান। সেই সঙ্গে থাকবে বাছাই পর্বের দুটি দল। জানা গেছে, গ্রুপ এ’র বিজয়ী এবং গ্রুপ বি’র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে সুপার ১২র প্রথম গ্রুপে। আর গ্রুপ বি’র বিজয়ী এবং গ্রুপ এ’র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে দ্বিতীয় গ্রুপে।

[৬] বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ওমানকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে আনতে পেরে খুশি। তরুণদের অনুপ্রেরণা দেবে এটা। আশা করছি দারুণ একটা প্রতিযোগিতা হবে। ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ১৪ নভেম্বর। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়