শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৫:৫৩ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিং ক্যামেলিয়া: নিরীহ মিমস, স্ট্যাটাস, মজা করে করে আমরা জিলাপির দাম ৫০০০ টাকা করে দিয়েছি , এখন পান্তা ভাতের দাম ১০০০ হবে

ফরিং ক্যামেলিয়া: আসেন মার্কেটিং শেখাই, আপনারা নিশ্চই ইতোমধ্যে নিজের ওয়ালে কিংবা বন্ধুর ওয়ালে ‘মাস্টার বাবুর্চি’ নামে কোনো একটা রেস্টুরেন্ট এর পান্তা ভাত আর আলুভর্তার অফারটা দেখে ফেলেছেন? মানে ৯৯৯.৮৯ টাকার পোড়া মরিচ এর মেন্যু দেখে প্রচুর হেসেছেন। যিনি এই বিজ্ঞাপন দিয়েছেন তিনি নিজেও জানেন এটা খুবই হাস্যকর অফার, লোকেরা এটা নিয়ে প্রচুর মিমস বানাবে এবং হাসাহাসি করবে। তারপরেও কেন এই কাজ করলো? কারণ এতে করে এই রেস্টুরেন্ট এর নাম, সব চেয়ে কম খরচে , সব চেয়ে কম সময়ে মানুষের মাথায় সেইভ হয়ে যাবে। উৎসাহী শো অফ ভাইয়া আপু এখানে গিয়ে সেলফি তুলে পোষ্ট করবেন , কিছু ফুড ব্লগার এটা নিয়ে ভিডিও বানাবেন। প্রশ্ন হতে পারে এই নিরীহ টাইপের মজা, মিমস গুলোর প্রভাব আসলে কী? এর প্রভাব আছে। এতে করে যা হবে তার নাম ব্র্যান্ডিং , ওই রেস্টুরেন্ট এর প্রচার-প্রসার বাড়া। তাদের খাবারের মান যাই হোক মানুষ মাত্রাতিরিক্ত দাম দিয়ে কিনবে, এবং ওখানে গিয়ে ১০০০ টাকা খরচ করাটা কে প্রাইড কিংবা বিনোদন হিসেবে নিয়ে নেবে। এই নিরীহ মিমস, স্ট্যাটাস, মজা করে করে আমরা জিলাপির দাম ৫০০০ টাকা করে দিয়েছি , এখন পান্তা ভাত এর দাম ১০০০ হবে। আমরা এই সব মজা করে করে মাহফুজুর রহমান এর মতো চ্যানেল মালিককে গায়ক, হিরো আলম এর মতো বিরক্তিকর ভিডিও ক্রিয়েটর কে সুপারস্টার আর অনন্ত জলিল এর মতো গার্মেন্টস ব্যবসায়ীকে নায়ক বানিয়ে দিয়েছি। একজন অন্য দেশের মানুষ যখন আমাদের বিনোদন সম্পর্কে জানতে গুগোল করছেন তখন এই মুখগুলো আমাদের বিনোদন জগত রিপ্রেজেন্ট করছে। আমাদের রুচি রিপ্রেজেন্ট করছে। তারা ব্রান্ডিং বোঝেন আর আমরা এই ফাঁদে নিয়মিত পা দিয়ে যাচ্ছি। এই ফাঁদ কেটে বেড়িয়ে আসাও কিন্তু সহজ। যখন মজা করছি তখন ডেসক্রিপশনে লিখে দিন ঠগবাজ রেস্টুরেন্ট, বিরক্তিকর আলম, গানের নামে গলাবাজি, কু অভিনেতা ইত্যাদি। তাহলে গুগোলে তারা এইভাবে প্রতিষ্ঠিত হবে। আমাদের একটু সচেতনতার ওপরে নির্ভর করছে আমাদের রুচি, চিন্তা, আন্তর্জাতিক ভাবে আমাদের ইমেজ কী হবে সেটা। আমরা চঞ্চল, মোশারেফ করিমকে, হিরোর দরজা দিয়ে রিপ্রেজেন্ট করবো নাকি জলিলদেরকে দেবো সেটাও আমাদেরই হাতে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়