শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৪:০৯ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল বিমানবন্দ‌রে চার কো‌টি টাকার স্বর্ণসহ সৌ‌দি ফেরত যাত্রী আটক

সুজন কৈরী: [২] হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে চার কোটি টাকার স্বর্ণসহ সৌদি ফেরত এক যাত্রী‌কে আটক ক‌রে‌ছে ঢাকা কাস্টমস হাউস। আটক যাত্রীর নাম রাকিবুল হাসান। তার কাছ থে‌কে ৬ কে‌জি ৩০গ্রাম ওজ‌নের ৫২ পিস স্বর্ণবার উদ্ধার করা হ‌য়ে‌ছে।

[৩] শুক্রবার দিবাগত রা‌তে সৌদি এয়ারলাইন্সের এক‌টি ফ্লাইট (এস‌ভি ৮০৪) থে‌কে রা‌কিবুল‌কে আটক করে কাস্টমস হাউ‌সের প্রিভে‌ন্টিভ টিম।

[৪] কাস্টমস হাউ‌সের প্রিভে‌ন্টিভর টি‌মের ডেপু‌টি ক‌মিশনার মো. আব্দুস সা‌দেক ব‌লেন, সৌ‌দি আরব থে‌কে আসা বিমা‌নে স্বর্ণ চোরাচালা‌ন হওয়ার ত‌থ্যে রা‌তে প্রিভেনটিভ টি‌মের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন স্হানে অবস্হান নেন। এক পর্যায়ে বিমানের ভেতরে প্রবেশ করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় আচরণ স‌ন্দেহজনক হওয়ায় সীট নং ৪৮ই থে‌কে যাত্রী রাকিবুলকে আটক করে গ্রীণ চ্যানেলে নেওয়া হয়।

[৫] সেখা‌নে বিভিন্ন সংস্হার উপস্হিতিতে আটক যাত্রীর সঙ্গে থাকা কালো রঙ‌য়ের একটি হ্যান্ড ব্যাগের ভেতর থে‌কে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্হায় ৫২ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।

[৬] জিজ্ঞসাবা‌দে আটক রা‌কিবুল জা‌নি‌য়ে‌ছেন, সৌদি এয়ারপোর্টে এক লোক তার কাছে গোল্ডবারগু‌লো হস্তান্তর ল্নে। ঢাকায় পৌঁছার পর কেউ একজন ফোন করে স্বর্ণবারগু‌লো রিসিভ করতেন।

[৭] কাস্টমস কর্মকর্তা সা‌দেক জানান, আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

[৮] আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্হা নেয়া হবে। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যাত্রীকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়