শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে অভ্যুত্থানের পর জান্তা সরকারের নিপীড়নে ৭৫ শিশুর মৃত্যু

হাসান তাকী [২] মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালে গত পাঁচ মাসে পুলিশের গুলি ও জান্তা সরকারের নিপীড়নে অন্তত ৭৫ শিশুকে হত্যা করেছে। জোরপূর্বক আটক রাখা হয়েছে প্রায় ১ হাজার শিশুকে। এসব শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা ও প্রয়োজনীয় চিকিত্সা সেবা থেকে।

[৩] শুক্রবার এমনটা জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক বিশেষজ্ঞরা। জাতিসংঘ বলছে, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারের নিপীড়নে মানবেতর জীবন-যাপন করছে শিশুরা। প্রতিদিন সহিংসতা, নির্বিচারে গুলি ও গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছে তারা। বাড়ছে শিশুদের মৃত্যুঝুঁকিও।

[৪] এদিকে জাতিসংঘ শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওতানি এক বিবৃতিতে বলেছেন, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে বহু শিশুকে আটক করা হয়েছে। এ ছাড়া অনেকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। কিছু শিশুকে তাদের বাড়িতে হত্যা করা হয়েছে উল্লেখ করে মিয়ানমারের সেনা ও পুলিশের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কমিটির সদস্যরা। প্রথম আলো

[৫] অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর বিক্ষোভ নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। বিক্ষোভে শিশুরাও অংশ নিয়েছে। সামরিক বাহিনীও নৃশংসভাবে সেই বিক্ষোভ দমন করছে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। মিকিকো অতানি, অভ্যুত্থানে শিশুরা নির্বিচারে সহিংসতার মুখে পড়েছে। তাদের এলোপাতাড়ি গুলি করা হয়েছে এবং বিচারবহির্ভূতভাবে আটক করা হয়েছে। তাদের দিকে বন্দুক তাক করা হয়েছে, যেমন আচরণ তাদের বাবা-মায়ের সঙ্গেও করা হয়েছে। সময় টিভি

[৬] ১৮ জন স্বাধীন গবেষক নিয়ে জাতিসংঘের শিশু অধিকার কমিটি। শিশু অধিকারে জাতিসংঘের কনভেনশন মেনে চলা হচ্ছে কিনা; তা পর্যবেক্ষণ করাই এই কমিটির কাজ। ১৯৯১ সালে শিশু অধিকার সনদে সই করেছে মিয়ানমার। মান্দালয়া শহরে ছয় বছর বয়সী একটি শিশুর পেটে গুলি করা হয়েছিল। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা কেন্দ্রে বড় ধরনের সংকট দেখা দেওয়ায় বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়