শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে জেলা মনিটরিং টিমের আশ্রায়ন প্রকল্প পরিদর্শন

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ও পৌর এলাকার কাশিমপুর-লামচরীর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা মনিটরিং টিম। বৃহস্পতিবার বিকালে মনিটরিং টিমটি জেলা প্রশাসক ড. প্রশাসক রহিমা খাতুনের নেতৃত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সার্বিক সহযোগীতায় প্রকল্প পরিদর্শন করেন।

[৩] স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ মনিটরিং টিমের মাধ্যমে কথা বলে আশ্রায়ন প্রকল্প এলাকার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে আশ্রায়ন প্রকল্পের গৃহনির্মান সমুহের কাজের গুনগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

[৪] এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সানজিদা ইয়াসমিন, জেলা নির্বাহী প্রকৌশলী(এলজিডি) মোঃ বাবুল আক্তার, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ, কালকিনি সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মস্তফা কামাল।

[৫] আশ্রায়ন প্রকল্প পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, মুজিববর্ষ উপলক্ষে কালকিনি উপজেলায় মোট ৪০টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী ঘর উপহার দিয়েছেন। সকল প্রকার সুযোগ-সুবিধা পেয়ে এখানকার মানুষ এখন সাচ্ছন্দ্যে বসবাস করছে। আগামীতে প্রত্যেক উপকারভোগীকে পেশা ভিত্তিতে প্রশিক্ষন দিয়ে রিন প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়