শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মের ব্যবসা নিয়ে নতুন বিতর্ক

ইমরুল শাহেদ: ওটিটি প্ল্যাটফর্মের অগ্রযাত্রা অব্যাহত থাকায় হঠাৎ করেই কথা উঠেছে, এতে বেকায়দায় পড়তে শুরু করেছেন ইউটিউবাররা। কদর কমছে ইউটিউব কনটেন্টসেরও। ওটিটি প্ল্যাটফর্ম ব্যবসা যতোই বাড়বে ইউটিউব ততোই দর্শক টানার ক্ষেত্রে বেকায়দায় পড়বেন।

এ বিষয়ে শাফায়েত নামের একজন ইউটিউবার বলেন, ইউটিউবের কদর কখনো কমবে না। যারা ইউটিউব দেখেন তারা এই মাধ্যটিতেই অভ্যস্ত। দর্শক ইউটিউব দেখেন বিনামূল্যে। আর ওটিটি প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট দেখতে হলে নগদে অর্থ পরিশোধ করতে হয়। দর্শক ইউটিউব দেখেন শুধু নেট খরচেই, যা এমবি বা জিবির উপর দিয়ে যায়। কিন্তু ওটিটি দেখতে হলে নেট খরচের পাশাপাশি বাড়তি নগদ অর্থ ব্যয় করতে হয়।

তিনি বলেন, দর্শকের প্রয়োজন বিনোদন। যে কোনোভাবেই তাদের বিনোদন পিপাসা মিটলেই হলো। বিনোদন একজনের একেবারেই নিজস্ব। কে কিভাবে এবং কিসে বিনোদিত হবেন সেটা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেন না। বিনোদন, চিত্তবিনোদন বা মনোরঞ্জন এমন এক ধরনের কাজ যা দর্শক বা শ্রোতার আকর্ষণ বা আগ্রহের বিষয় এবং যা তাদের আনন্দ দেয়। বিনোদন কোন ধারণা বা কাজও হতে পারে। যদিও মানুষের বিভিন্ন বিষয়ে আগ্রহ থাকে। কারণ বিনোদনে মানুষের ভিন্ন ভিন্ন পছন্দ থাকে এবং বেশির ভাগই স্বীকৃত ও পরিচিত। সংস্কৃতিতে গল্পবলা, সঙ্গীত, নাটক, সিনেমা, নৃত্য, ও বিভিন্ন ধরনের প্রদর্শন কলা বিদ্যমান রয়েছে। এসব বিনোদনের রূপ সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকীকরণ হয়েছে। বিনোদন গ্রহণের অভিজ্ঞতা আনন্দ লাভের সঙ্গে জড়িত। বিনোদনে যেভাবেই আসুক না কেন এ থেকে অন্তর্দৃষ্টি বা বুদ্ধির বিকাশের একটা সম্ভাবনা থাকে। প্রশ্ন এখানে নয়। বিনোদনের বিষয়টি যেমন আপেক্ষিক তেমনি প্রজন্মান্তরেরও বিষয়। বিশ্বে যখনই নতুন কিছু আসে তখন সেটিকে কেন্দ্র করে একটা প্রজন্ম গড়ে উঠে। নতুন আঙ্গিকটিকে কেন্দ্র করেই তাদের আশা-আকাংখা, স্বপ্ন, ইচ্ছা, অনুভূতি আবর্তিত হতে থাকে। তারা নিজেরাই নিজেদের প্রভাবিত করে। বলা যায় এভাবেই তাদের নিজস্ব ‘পছন্দ’ গড়ে উঠে। আরেকটি প্রজন্ম আছে, যারা সময়ের সঙ্গে নিজেদের মিলিয়ে নেন। ধারণ করেন পরিবর্তমান সময়কে। তাই ইউটিউব এবং ওটিটির প্রজন্ম বা দর্শক ভিন্নতর হতেই পারে। তবে ইউটিউব ব্যবসায়ীরা যেমন চান দর্শককে তাদের পক্ষে টানতে, তেমনি বাণিজ্যিকভাবে পরিচালিত অ্যাপসগুলোও চায় বেশি দর্শক টানতে। ব্যবসায়ের ধর্মই হলো লাভ এবং বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। এই প্রতিযোগিতায় যদি কনটেন্টের উন্নতি ঘটে - তাহলে আমাদের সংস্কৃতি যেমন সমৃদ্ধ হবে তেমনি ব্যবসায়িকভাবেও সাফল্য আসবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়