শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১০:৫১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে চলছে পশু ক্রয় -বিক্রয়, বিক্রি দু’লাখ ছাড়ালো

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ঈদে অনলাইনে কোরবানির পশু কেনার বিষয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনলাইনের ক্রেতা- বিক্রেতারা জানিয়েছেন, অনলাইনে ইতোমধ্যে ২ লাখ ১৩ হাজারের বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। ঢাকা ট্রিবিউন

[৩] অনলাইনে কোরবানির পশু কেনাকাটার জন্য ডিএনসিসির আইসিটি বিভাগ অনলাইনে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে। এছাড়াও দেশে আড়াইশোর বেশি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। সেখানে যে কেউ-ই পশু বিক্রি করতে পারছেন। এবং সেখান থেকে যে কেউ পশু কিনতেও পারছেন।

[৪] সরকারী পরিসংখ্যান অনুসারে, ৩৭২ টি কোরবানির পশু বিক্রি হয়েছে। যার অর্থ মূল্য ১ কোটি টাকার উপরে।

[৫] লালবাগের বাসিন্দা মোহাম্মদ আজমল হোসেন বলেন, কোভিড মহামারির কারণে আমরা এবার একটি অনলাইন থেকেই কোরবানির পশু ক্রয় করেছি। ওয়াহিদুর রহমান তমাল বলেন, আমার বাবা সৌদি আরবে থাকেন। মহামারির কারণে তিনি এবার আসতে পারছে না। তাই আমরাও এবার অনলাইন থেকেই কোরবানির পশু ক্রয় করেছি। এবারই প্রথম অনলাইন থেকে কোরবানির পশু কেনা। গতবছরও আমরা হাট থেকে পশু কিনেছিলাম।

[৬] দেশি গরু ডটকমের সিইও টিটু রহমান জানান, আমরা দেশের বিভিন্ন স্থান থেকে দেশি গরু সংগ্রহ করে বিক্রি করছি। আমাদের সাইটে কেউ পশু কেনার জন্য বুকিং দিলে প্রথমে আমরা ৫০ ভাগ টাকা অগ্রিম নিয়ে থাকি। বাকি টাকা পশু পৌঁছে দেওয়ার পর নেওয়া হয়। আমরা আমাদের সকল গ্রাহককে ঈদের দুই দিন আগে সকল পশু পৌঁছে দিবো।

[৭] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম বলেন, সারাদেশের সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের তথ্য লাইভস্টকমার্কেট.টনে এবং প্রাণিসম্পদ পরিষেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

[৮] মন্ত্রী আরো বলেন, আমাদের পরিসংখ্যান অনুসারে, অনলাইনে বিক্রির জন্য ১ কোটি ১৯ লাখ কোরবানির পশু রয়েছে। আমরা আশা করি এক কোটি গবাদি পশু অনলাইনে বিক্রি হবে। এ বছর মোট কোরবানির প্রায় ২৫% প্রাণী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

[৭] মেয়র আতিকুল ইসলাম জানান, আমরা অনলাইনে ১০ লাখ কোরবানির পশু বিক্রির ব্যবস্থা করেছি। এর মাধ্যমে আশা করা যায় আমরা ৬০ শতাংশ পশু বিক্রি করতে পারবো। আমাদের সাথে যুক্ত হয়েছে দারাজ, ইভ্যালিসহ ২শতাধিক কৃষক।

[৮] ডিএনসিসির চিফ হেলথ অফিসার ব্র্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে ১০ লাখের বেশি মানুষ গরু ক্রয় করতে পারবেন। তবে আমরা আশা করছি অন্তত ৮০ হাজার মানুষ সাধারণ হাটে যাওয়া থেকে বিরত থাকবে। এর মাধ্যমে আমরা কোভিডও নিয়ন্ত্রণ করতে পারবো।

[৯] ডিএনসিসির পরিষেবা সরবরাহকারী প্ল্যাটফর্ম ফ্রেশমিট বাজারের অর্থ পরিচালক তৌফিক রহমান বলেন, আমরা চলতি বছরের ৫ জুলাই থেকে ফ্রেশমিট বাজার চালু করেছি। এটি একটি অনলাইন মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। এখানে আমরা গরু, মুরগিসহ সব ধরণের পশুই প্রক্রিয়াজাত করে গ্রাহকের কাছে পৌঁছে দিবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়