শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারালয় যেন বাণিজ্যালয়ে পরিণত না হয়: বিচারপতি আবু বকর সিদ্দিকী

আবুল বাশার নূরু: [২]আগামী ২৮ জুলাই অবসরে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি আবু বকর সিদ্দিকী। ওই সময়ে অবকাশকালীন ছুটি থাকায় বৃহস্পতিবার শেষ কর্মদিবসে তাকে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংবর্ধনা দিয়েছে।

[৩]সংবর্ধনায় ভার্চ্যুয়ালি প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৬ বিচারপতি উপস্থিত ছিলেন।

[৪]প্রথমে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও পরে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস সংবর্ধনায় বিচারপতির কর্মময় জীবন নিয়ে বক্তব্য তুলে ধরেন।

[৫[বিচারপতি আবু বকর সিদ্দিকী বলেন,, বিদায় বেলা সবাইকে আহ্বান জানাই—আসুন একটি সুস্থ, সরল, স্বচ্ছ জবাবদিহিমূলক বিচার বিভাগের অবকাঠামো আমরা রচনা করে যাই।

আজ আমার বিচারিক জীবনের ইতি টানছি। এই মুহূর্তে একটি দাবি রেখে যেতে চাই—বিচারপ্রার্থীদের এই স্বর্গীয় আশ্রয়স্থল বিচারালয় কোনো অবস্থাতেই যেন বাণিজ্যালয় হিসেবে পরিণত না হয়।

এটা বার (আইনজীবী) ও বেঞ্চের (বিচারক) উভয়কে শক্তভাবে রুখতে হবে।

[৬]আবু বকর সিদ্দিকী বলেন, ৪১ বছরের এই দীর্ঘ বিচারিক জীবনে কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি তার বিচারের ভার আপনাদের ওপর ন্যস্ত। শেষ সময়ে বলে যেতে চাই—আইনের শাসন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের উন্নয়নের যে অগ্রযাত্রা চলছে তার সফল অংশীদার হবে এই বিচার বিভাগ।

[৭]বিচারপতি আবু বকর সিদ্দিকী ১৯৫৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। সংবিধান অনুযায়ী একজন বিচারপতি ৬৭ বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে থাকতে পারেন। সেই হিসেবে আগামী ২৮ জুলাই তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে।

[৮]বিচারপতি আবু বকর সিদ্দিকী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৭৯ সালে কুষ্টিয়া বারে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি।

[৯] পরের বছর ১৯৮০ সালের ২৩ এপ্রিল মুন্সেফ হিসেবে বিচার বিভাগে নিয়োগ পান। পরবর্তীতে ১৯৯৭ সালে জেলা ও দায়রা জজ হন। ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং দুই বছর পর স্থায়ী নিয়োগ পান।

[১০] ২০১৮ সালের ৯ অক্টোবর তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার ছোট ভাই বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সর্বোচ্চ আদালত আপিল বিভাগের বিচারপতি হয়েছেন ২০১৩ সালেই। পাঁচ বছর পর এসে ২০১৮ সালে আপিল বিভাগে নিয়োগ পান বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী। তখন বিচারাঙ্গনে সর্বোচ্চ এজলাসে দুই ভাইয়ের আসীন হওয়া ইতিহাস বলে উল্লেখ করেছিলেন আইনজীবীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়