শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ডাম্পিং কাজ দ্রুত গতিতে চলছে

আল-আমিন: [২] শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ও পালেরচর ইউনিয়নের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিওব্যাগ ও জিগ টিউব ডাম্পিং করা শুরু হয়েছে। এরমধ্যে বুধবার থেকে বড়কান্দি ইউনিয়নে কাজ শুরু হয়। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুমন বনিক এ তথ্য নিশ্চিক করেছেন।

[৩] সরেজমিন ঘুরে ও শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানাগেছে, চলতি বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ও পালেরচর, বিলাসপুরের কাজিয়ারচর ও নাওডোবা ইউনিয়নের কিছু এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। ইতোমধ্যে ঐসব ইউনিয়নের বেশ কিছু পরিবারের বাড়ি-ঘর সহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো।

[৪] তারা বাপ-দাদার ভিটে মাটি ফেলে কোথাও দুরবর্তী জায়গায় উচু জমিতে ঘর বানিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছে। বিশেষ করে জুলাই মাস শুরুর সাথে সাথে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বড়কান্দি ইউনিয়নের রঞ্জন ছৈয়াল কান্দি, খলিফা কান্দি ও দুর্গারহাট গ্রামের কিছু পরিবারের ঘর-বাড়ি সহ ফসলী জমি, মসজিদ, মাদ্রাসা পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এখন বিকে মডেল উচ্চ বিদ্যালয় ও দূর্গারহাট বাজার হুমকির মুখে রয়েছে।

[৫] তাই ঐসব এলাকার ভাঙ্গন রোধের জন্য শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষনিক ভাবে জিও ব্যাগ ও টিউব ডাম্পিং কাজ হতে নিয়েছে। ইতোমধ্যে মাঝিরঘাট জিরো পয়েন্টে ৪৫০ মিটার প্লাসাইটিং করে ২ হাজার ৬০০ ব্যাগ ডাম্পিং করেছে। কাজিরহাট ডুবলদিয়া এলাকায় ডান ও বাম তীরে ৩০০ মিটার এলাকায় ১ হাজার ৬০০ জিওব্যাগ ডাম্পিং প্রায় শেষ পর্যায়ে। পৈলান মোল্যার কান্দি ৩০০ মিটার ২৪ হাজার জিওব্যাগ কাজ চলমান রয়েছে। কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর ও বাবুরচর ৬০০টি জিও টিউব ডাম্পিং করা হয়েছে। বিলাসপুরের কাজিয়ার চর স্কুলের নিকট ২০০ মিটার এলাকায় ৪ হাজার ৪০০ জিওব্যাগ ডাম্পিং কাজ চলমান রয়েছে। আর বড়কান্দি ২২৫ মিটার এলাকায় ১৭ হাজার ৪০০ জিওব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে।

[৬] এব্যাপারে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব বলেন, বড়কান্দি ও পালেরচর সহ জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদ্মানদী বেষ্ঠিত এলাকায় ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন রোধের জন্য ইতোমধ্যে আমরা জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং কাজ শুরু করেছি। আশা করছি ডাম্পিং কাজ শেষ হলে ভাঙ্গনের তীব্রতা কমে যাবে।

[৭] এ ব্যাপারে বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছর আমাদের এলাকায় বর্সা মৌসুম শুরুতে ব্যাপক ভাবে ভাঙ্গন দেখা দেয়। চলতি বর্ষায় এই ইউনিয়নের বেশ কিছু পরিবারের বাড়ি-ঘর সহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দুদিন যাবৎ শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে। আমি এইসব এলাকায় নদী শাসন করে স্থায়ী বেড়িবাধ নির্মাণ করার জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়