শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনপ্রতিনিধিদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার নির্দেশ

আব্দুল্লাহ মামুন: [২] বৃহস্পতিবার (১৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে এ চিঠি পাঠানো হয়।

[৩] চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে দেশব্যাপী পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠান (সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) তৃণমূল পর্যায়ে জনগণকে সেবা দিচ্ছে।

[৪] কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা সামগ্রী ক্রয় ও বিতরণ, কোভিড-১৯ শনাক্তের জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা, হাত ধোয়ার ব্যবস্থা এবং ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। এছাড়া জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করাসহ এ কাজে সার্বিক সহায়তা দিচ্ছে। ডেইলি স্টার।

[৫] চিঠিতে আরও বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত অনেক জনপ্রতিনিধি এখনও করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি। সে পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। তাই করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে জনপ্রতিনিধিদের টিকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো। সময়টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়