শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরুর ট্রাকে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গরুবাহী একটি ট্রাকে চাঁদাবাজির অভিযোগে মো. মাসুদ রানা (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উত্তর দৌলতদিয়া নাসির সরদার পাড়া এলাকার মো. ফজের ফকিরের ছেলে।

[৩] এর আগে গরুবাহী ট্রাকের (ঝিনাইদহ-ট-১১-১১১৬) চালক বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৫জুলাই) বিকালে এক এজহারে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ।

[৪] মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রাক চালক ১৩ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ থেকে গরু বোঝাই করে হেলপার জুয়েলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ঐ দিন বেলা ৪টার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট নামক এলাকায় এসে পৌঁছাইলে ট্রাকে থাকা একটি গরু অসুস্থ্য হয়ে পড়ে। এসময় ট্রাক থেকে গরু নামিয়ে সুস্থ করার সময় আসামী মাসুদ রানাসহ অজ্ঞাতনামা ৩/৪ জন এসে গরুবাহী ট্রাকের জন্য ৪হাজার ৫শ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদার টাকা দিতে আপত্তি করলে তারা ট্রাকের ওপর হামলা চালিয়ে ভাংচুর সহ হেলপার জুয়েলকে মারধর করে। এসময় তাদের আর্ত চিৎকারে বিবাদীরা গরুর প্রতি ট্রিপে সাড়ে ৪হাজার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। ট্রাক চালকের করা মামলায় ১৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। দৌলতদিয়া ঘাটকে চাঁদাবাজ ও দালাল মুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়