মনিরুল ইসলাম: [২] আগামী ২১ জুলাই মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আজহা (কোরবানীর ঈদ)। কোরবানি হবে হাজার হাজার পশু। ১৭ জুলাই থেকে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট।
[৩] রাজধানীর হাটগুলোতেও দেশের বিভিন্ন জেলা থেকে ট্রলারে, ট্রাকে এবং ট্রেনে করে আসতে শুরু করেছে ছোট-বড় নানা জাতের নানা রঙ্গের গরু ও ছাগল। উটও উঠবে হাটে।
[৪] এদিকে, কোরবানির হাটের পাশাপাশি এখন চলছে কোরবানির পশু জবাই ও গোস্ত কাটার সামগ্রী তৈরির কাজ। ছুড়ি, চাপাতি আর বটি তৈরিতে ব্যস্ত রাজধানীর বিভিন্ন এলাকার কামার সম্প্রদায়।
[৫] রাজধানীর মেরাদিয়া, মালিবাগ, খিঁলগাও, শ্যামপুর, মিরপুর, গাবতলী, কারওয়ান বাজার, কামরাঙ্গীরচর এলাকার কামার পাড়াগুলো ঘুরে দেখা যায় তাদের ব্যস্ততা।
[৬] বছরের অন্যান্য সময় অবসরে কাটালেও কোরবানি ঈদের সময় শুরু হয় তাদের দা, বটি, ছুড়ি, রামদা বানানোর প্রস্তুতি।
[৭] খোঁজ নিয়ে জানা গেছে, শ্যামপুর লোহার বাজারে লোহার পাত কিনতে চলছে শেষ মুর্হুতের ভিড়। সাইজ করা কাটা পাতগুলো আগুনের লেলিহান শিখায় গরম করে তা হাতুড়ি দিয়ে পিটিয়ে ছুড়ি, চাপাতি, বটি, দা বানানো হচ্ছে।
[৮] মেরাদিয়ার এক কামার শ্রমিকরা আলাপকালে বলেন, আমরা সবসময় কোরবানির ঈদের অপেক্ষায় থাকি। এটার ওপর ভরসা করেই সারাবছর খেয়ে না খেয়ে পরিবার নিয়ে চলতে হয়।