শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে ত্রীমুখে তীব্র যানজট

ইমদাদুল হক: [২] লকডাউন শিথিলের প্রথম দিন রাজাধানীতে প্রবেশের তিন পথ ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে তীব্র যানজটের দেখা দিয়েছে। যানজটের তীব্রতা এমন অবস্থায় পরিনত হয়েছে। এসব নিরসনে কাজ করতে গিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা অসহায় রুপে পরিনত হতে দেখা গিয়েছে।

[৩] এক কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ঘণ্টাখানেক। তীব্র রোদে কাহিল হয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির জন্য আনা ট্রাকে থাকা গরু।

[৪] বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা থেকে রেডিও কলোনি পর্যন্ত দুই পাশেই প্রায় তিন কিলোমিটার যানজট দেখা যায়।

[৫] টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানজট সবচেয়ে বেশি। সড়কটির ধউর থেকে ঘোষবাগ পর্ন্তন প্রায় সাড়ে ছয় কিলো মিটার ও জামগড়া বাইপাইল ত্রিমোড়ে পর্ন্তন যানজট দেখা গেছে।এদিকে ঢাকা ট্ঙ্গাাইল-বঙ্গবুন্ধু সেতু পর্ন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানবাহন গুলো ধীরগতিতে চলতে দেখা গেছে।

[৬] এতে সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা কোরবানির পশুবাহী পরিবহনের গরু ও যাত্রীবাহী পরিবহনের যাত্রীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়াও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী থেকে বাইপাইল পর্যন্ত নবীনগরগামী লেনে পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরশিংহপুর থেকে বেরিবাঁধ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

[৭] আশুলিয়ার বারইপাড়া থেকে বাইপাইলে বাসে আসছিলেন আব্দুর রহিম। জিরানী পার হয়েই তিনি যানজটে পড়েন। এরপর এক ঘণ্টা তিনি যানজটে আটকে পড়ে পায়ে হেটে গন্তব্য পৌছানো চেষ্টা করেন। এসময় তিনি জানান। আজ গণপরিবহন চলছে। বাসে উঠে বাইপাইল যাব ভেবেছিলাম। কিন্তু বাসে ওঠার একটু পরেই দেখি বিশাল যানজট। যেখানে বারইপারা থেকে আমার বাইপাল যেতে লাগে ২০ মিনিট, এখন তো দেড় ঘণ্টা ধরে বসে আছি, ইপিজেডই পার হতে পারিনি।

[৮] গরু ব্যবসায়ী এখলাস উদ্দিন বলেন, সকালে গুরু নিয়া রওনা দিছি। সব জায়গায় ভালোই আসলাম, কোথাও গাড়ি দাঁড়াইলো না। কিন্তু জিরানী পার হওয়ার সঙ্গে সঙ্গেই জ্যামে পরে গেছি৷ দেড় ঘণ্টা ধরে বসে আছি, এখনো বাইপাইল পার হইতে পারি নাই৷ শুধু জ্যাম হইলে এক কথা ছিল, সঙ্গে অনেক রোদ। গরমের জন্য গরুগুলোর মুখ দিয়ে লালা বের হইতাছে। আল্লাহ ভালো জানেন, কি হবে, কোনো গরু যেনো স্ট্রোক না করে।

[৯] সাভার ট্রাফিক ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বলেন, ‘দুই দিন ধরেই ঢাকায় গরুবাহী পরিবহন ঢুকছে। আজকে থেকে যোগ হয়েছে গণপরিবহন। তাই এই যানজট। আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়