শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:২৮ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘প্রেগন্যান্সি বাইবেল’ নামে বই লিখে বিপাকে কারিনা

হাসান তাকি: [২] দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর গতকাল ছিল প্রথম সন্তান তৈমুরের চতুর্থ জন্মদিন। এমন দিনে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রেগন্যান্সি বাইবেল’ মাতৃত্বের সফরকে নিজের মতো করে কলমবন্দী করেছেন হিরোইন খ্যাত নায়িকা।

[৩] বিবৃতিতে কারিনা জানান, “আজকের দিনটি সঠিক আমার বইয়ের ঘোষণার জন্য। কারিনা কাপুর খানের বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ সব মায়ের জন্য। বইয়ে আমি সকালের অসুস্থতা থেকে শুরু করে ডায়েট, ফিটনেস এবং মা হতে যাওয়ার আগ পর্যন্ত সব বলব। আপনাদের পড়ানোর জন্য আমার তর সইছে না। জুগারনট বুকস ২০২১ সালে এটি প্রকাশ করবে।” এন টি ভি

[৪] এবার এক খ্রিস্টান ধর্মীয় সংগঠনের তরফে এই বইয়ের নাম নিয়ে আপত্তি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে মহারাষ্ট্রের বীড শহরে করিনার ও আরও দুজনের নামে অবিযোগ দায়ের হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে অভিযুক্ত তিনজনের নামেই। আর টি ভি

[৫] আলফা ওমেগা খ্রিস্টান মহাসংঘের সভাপতি আশিস শিন্দে বিডের শিবাজি নগর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রতিলিপিতে বলা হয়, কারিনা কাপুর খান এবং অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ ‘বাইবেল’ শব্দ জুড়ে থাকায় তা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য অবমাননাকর। ঢাকা পোস্ট

[৬] ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ইচ্ছাকৃতভাবে কোনও বিশেষ জাতি বা সম্প্রদায়ের মানুষের আবেগে আঘাত হানা) ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয়েছে করিনা, এই বইয়ের সহ-লেখিকা অদিতি এবং প্রকাশকের নামে।

[৭] পুলিশে এই অভিযোগ জমা পড়বার খবর নিশ্চিত করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। এইচ টি বাংলা

[৮] কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন করিনা। ২০১৭ সলের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। অন্তঃস্তত্বা অবস্থাতেও চুটিয়ে কাজ করেছিলেন বেবো। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন করিনা। ছেলের নাম দু-দিন আগেই প্রকাশ্যে এসেছে, সইফিনা তাঁদের সন্তানের নাম রেখেছেন জেহ আলি খান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়