শিরোনাম
◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা?

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:২৮ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘প্রেগন্যান্সি বাইবেল’ নামে বই লিখে বিপাকে কারিনা

হাসান তাকি: [২] দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর গতকাল ছিল প্রথম সন্তান তৈমুরের চতুর্থ জন্মদিন। এমন দিনে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রেগন্যান্সি বাইবেল’ মাতৃত্বের সফরকে নিজের মতো করে কলমবন্দী করেছেন হিরোইন খ্যাত নায়িকা।

[৩] বিবৃতিতে কারিনা জানান, “আজকের দিনটি সঠিক আমার বইয়ের ঘোষণার জন্য। কারিনা কাপুর খানের বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ সব মায়ের জন্য। বইয়ে আমি সকালের অসুস্থতা থেকে শুরু করে ডায়েট, ফিটনেস এবং মা হতে যাওয়ার আগ পর্যন্ত সব বলব। আপনাদের পড়ানোর জন্য আমার তর সইছে না। জুগারনট বুকস ২০২১ সালে এটি প্রকাশ করবে।” এন টি ভি

[৪] এবার এক খ্রিস্টান ধর্মীয় সংগঠনের তরফে এই বইয়ের নাম নিয়ে আপত্তি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে মহারাষ্ট্রের বীড শহরে করিনার ও আরও দুজনের নামে অবিযোগ দায়ের হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে অভিযুক্ত তিনজনের নামেই। আর টি ভি

[৫] আলফা ওমেগা খ্রিস্টান মহাসংঘের সভাপতি আশিস শিন্দে বিডের শিবাজি নগর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রতিলিপিতে বলা হয়, কারিনা কাপুর খান এবং অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ ‘বাইবেল’ শব্দ জুড়ে থাকায় তা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য অবমাননাকর। ঢাকা পোস্ট

[৬] ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ইচ্ছাকৃতভাবে কোনও বিশেষ জাতি বা সম্প্রদায়ের মানুষের আবেগে আঘাত হানা) ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয়েছে করিনা, এই বইয়ের সহ-লেখিকা অদিতি এবং প্রকাশকের নামে।

[৭] পুলিশে এই অভিযোগ জমা পড়বার খবর নিশ্চিত করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। এইচ টি বাংলা

[৮] কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন করিনা। ২০১৭ সলের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। অন্তঃস্তত্বা অবস্থাতেও চুটিয়ে কাজ করেছিলেন বেবো। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন করিনা। ছেলের নাম দু-দিন আগেই প্রকাশ্যে এসেছে, সইফিনা তাঁদের সন্তানের নাম রেখেছেন জেহ আলি খান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়