শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবীণ পার্লামেন্টেরিয়ান অধ্যাপক আলী আশরাফ লাইফ সাপোর্টে, শয্যাপাশে হুইপ স্বপন

মনিরুল ইসলাম: [২] রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রবীণ পার্লামেন্টেরিয়ান অধ্যাপক আলী আশরাফকে দেখতে যান আজ বুধবার দুপুর দেড়টায় জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি তাঁর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

[৩] উল্লেখ্য, আলী আশরাফ গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন হয়ে স্কয়ার হাসপাতালে নিবিঢ় পরিচর্যা ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

[৪] অধ্যাপক আলী আশরাফ টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০০ সালে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার এফবিসিসিআই'য়ের নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের ছিলেন।

[৫] প্রবীণ এই পার্লামেন্টেরিয়ানের রোগমুক্তি কামনায় তাঁর পরিবার দেশবাসীর দোয়া প্রার্থনা করেছেন।

[৬] এ সময় হুইপ স্বপনের সঙ্গে কুমিল্লা- চার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং অধ্যাপক আশরাফের পুত্র এফবিসিসিআই সাবেক সিনিয়র সহ সভাপতি ও পরিচালক মুন্তাকিম আশরাফ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়