শিরোনাম
◈ আমাদের মূল দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা: র‌্যাব মহাপরিচালক ◈ বাইরের চাপের কাছে বাঙালি নতি স্বীকার করে না: প্রধানমন্ত্রী ◈ আওয়ামী লীগ সরকার স্মার্ট লুটপাটের বাজেট দিয়েছে: মির্জা ফখরুল ◈ সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হাইতিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪ ◈ সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে: তথ্যমন্ত্রী ◈ আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে: বিশ্বব্যাংক ◈ এমন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয়নি যে জাতিসংঘের হস্তক্ষেপ করতে হবে: কাদের ◈ ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৫, আহত ১৩

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৮:৪২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাসখন্দ শীর্ষ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট, চীন-রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোমেন

কূটনৈতিক প্রতিবেদক: [২] উজবেকিস্তান ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে বুধবার ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৩] সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আফগানিস্তান পরিস্থিতিসহ সম-সাময়িক বার্নিং ইস্যু নিয়ে আলোচনা করবেন মোমেন। বিশেষ করে মহামারির এই সময়ে ভ্যাকসিন প্রাপ্তিতে বৈশ্বিক সম্প্রদায়ের সহযোগিতা চাইবেন তিনি।

[৪] আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানের তাসখন্দে থাকা বাংলাদেশ মিশন ওই দেশের সঙ্গে যোগাযোগসহ সার্বিক বিষয়াদি দেখভাল করে।

[৫] তাসখন্দের সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ১৯ জুলাই ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমারের সেনাপ্রধান কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলেন। আমিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরতে চাই।

[৬] পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের জন্য আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া তথা সার্কের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তানে বরাবরই শান্তি দেখতে চায় বাংলাদেশ। পরিস্থিতি যেকোনো মুহূর্তে আরও অবনতির আশঙ্কায় তাসখন্দ দূতাবাসকে দেশটির ওপর তীক্ষè নজর রাখতে নির্দেশনা দিয়েছে ঢাকা।

[৭] আফগানিস্তানের অস্থিরতার কারণে এখানে কেউ যাতে ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি।

[৮] আফগানিস্তানে কয়েকটি বাংলাদেশি এনজিও কাজ করে। দেশটির অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়