রাকিবুল আবির: [২] রাশিয়ার গ্যামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডিমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সোমবার করোনার নতুন ভ্যারিয়েন্টগুলো মোকবেলায় স্পুৎনিক ভ্যাকসিনের কার্যকারীতার ফলাফল ঘোষণা করে। এনডিটিভি
[৩] সংস্থাটি জানায়, তাদের স্পুৎনিক-ভি ভ্যাকসিনটি করোনার আলফা, বিটা, গামা, ডেল্টা, ডেল্টা প্লাস এবং মস্কোর স্থানীয় ভ্যারিয়েন্ট বি ১.১.১৪১ এবং বি ১.১.৩১৭ সহ সবগুলো ভ্যারিয়েন্ট মোকাবেলায় কার্যকারীতা দেখিয়েছে।
[৪] ভ্যাকসিনটি ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট হ্রাস করার জন্য পর্যাপ্ত এন্টিবডি তৈরি করে। এছাড়াও ভ্যাকসিনটি ফাইজার আস্ট্রাজেনেকা সহ সমমানের অন্যান্য ভ্যাকসিনগুলোর মতই কার্যকর। দ্য মস্কো টাইমস
[৫] ভ্যাকসিনটির নির্মাতা সংস্থা জানায়, মেক্সিকো, আর্জেন্টিনা, সারবিয়া, হাঙ্গেরি, আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলোতে ভ্যাকসিনটির ব্যবহার ও সাফল্যই প্রমাণ করে যে স্পুটনিক করোনা মোকাবেলায় কতোটা কার্যকর। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল