শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮

বগুড়া প্রতিনিধিঃ [২] র‌্যাব-১২বগুড়া ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় বগুড়ার সদর থানাধীন শিববাটিস্থ ভান্ডারী মেগাসিটি গেইটের সামনে অভিযান চালিয়ে ৮ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

[৩] গ্রেফতারকৃতরা হলো বগুড়া উত্তর চেলোপাড়া মৃত আলহাজ¦ সওদাগর পুত্র মোঃ জাহিদ সওদাগর (২৬), মোঃ রাখাল পুত্র মোঃ আজিদ (২৩), মৃত ওলির পুত্র মোঃ আমিন (২৫), মৃত হারুনুর রশিদের পুত্র মোঃ মাছুম (২৮), বাদুরতলার মোঃ মোজাম্মেল হকের পুত্র মোঃ নাজমুল হক কামাল (সাগর) (৩৮), সাত শিমুলিয়ার মোঃ সহিদুর রহমান পুত্র সুমন সরকার (৩৫), নারুলী মধ্যপাড়া মোঃ মোফাজ্জল হোসেনের পুত্র মোঃ রাজা মিয়া (২১), চকফরিদ কলোনী এলাকার মোঃ মফিজালের পুত্র মোঃ মুরাদ চৌধুরী (২৬)।

[৪] তাদের কাছে থেকে ১টি হাসুয়া, ১টি চাকু, ১টি রশি, ৪টি মোবাইল, ৩টি সীম এবং নগদ ১৭০০টাকাসহ ডাকাতির উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতির প্রস্তুতিকারীরা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত ডাকাতির প্রস্তুতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

[৫] র‌্যাব-১২,বগুড়া ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত ডাকাতির প্রস্তুতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়