শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুমতিবিহীন হাজিদের যাতায়াতের সুবিধা দিলে জেল ও জরিমানা

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) হুঁশিয়ারি জানিয়েছে যে যদি কোন ব্যক্তি হজের অনুমতি ছাড়া হজযাত্রীদের পরিবহনে ধরা পড়ে তাহলে তাকে ছয় মাসের জেল ও ৫০,০০০ রিয়াল (বাংলাদেশী মুদ্রায় ১০,৭০,০০০ টাকা) জরিমানা করা হবে।

[৩] সৌদি গেজেট বলছে, জরিমানার মধ্যে ট্রান্সপোর্টকে বাজেয়াপ্ত করার পাশাপাশি স্থানীয় মিডিয়ায় লঙ্ঘনকারীদের নাম প্রচার করা হবে। একাধিক হজযাত্রীদের পরিবহন সুবিধা দেওয়া হলে জরিমানা দ্বিগুণ করা হবে।

[৪] কোনও প্রবাসী যদি আইনী অনুমতি না নিয়ে জাল হজ স্ট্যাম্প ব্যবহার করে ধরা পড়ে তবে তাকে ১০ বছরের জন্য সৌদিআরব প্রবেশ করতে দেওয়া হবে না।

[৫] এক্ষেত্রে ওই ব্যক্তিকে শুধু হজ ও ওমরাহর জন্য সৌদিআরব প্রবেশের অনুমতি দেওয়া হবে কিন্তু কোন কাজের ভিসা দেওয়া হবে না ।

[৬] স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে, সম্প্রতি প্রকাশ করেছে যে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং কেন্দ্রীয় হারাম অঞ্চলে প্রবেশকারীদের পাশাপাশি মিনা, মুজদালিফাহ ও আরাফাতের পবিত্র স্থান হজের অনুমিত প্রবেশ করলে ছাড়াই ১০,০০০ সৌদি রিয়াল (বাংলাদেশী মুদ্রায় ২,১৪,০০০ টাকা) জরিমানা করা হবে ।

[৭] এই বিষয়ে জারীকৃত বিধি লঙ্ঘনের যে কোনও প্রয়াস রোধ করতে নিরাপত্তা কর্মীরা সমস্ত রাস্তা, চেকপোস্টের পাশাপাশি গ্র্যান্ড মসজিদের আশেপাশের কেন্দ্রীয় অঞ্চলগুলিতে তাদের দায়িত্ব পালন করবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়