শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় পুকুর থেকে মুয়াজ্জিনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: নওগাঁয় পুকুর থেকে হাত-পা বাঁধা কুদ্দুস হোসেন (৫২) নামে মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার চকচাঁপাই গ্রামের মেসার্স সীমানা ব্রিকস নামের এক ইটভাটার পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কুদ্দুস হোসেন সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের শিমবাচা গ্রামের মৃত মজিবর মন্ডলের ছেলে। স্থানীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলে্ন কুদ্দুস হোসেন।

পরিবার ও পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে রেখেছে।

শৈলগাছী ইউনিয়নের চেয়ারম্যান জানান, সেমবার বিকেলে পাশেই শৈলগাছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কুদ্দুস হোসেন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। স্বজনরা সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনও সন্ধান পায়নি। পরে মঙ্গলবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় কুদ্দুসের মরদেহটি পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। স্থানীয় জনগণ মরদেহটি পুকুর থেকে তুলে পুলিশে খবর দেয়। পরে নওগাঁ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, 'নিহত ওই ব্যক্তির মরদেহটির পিছনে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া তার ডান চোখের পাশে ধারালো কোনও অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মেরে হাত-পা বেঁধে মরদেহটি পুকুরে ফেলে দেয়। মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানান।  ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়