শিরোনাম
◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড মহামারির মধ্যে এ বছর ৩টি ছবি নির্মাণ করেছেন অনন্য মামুন

ইমরুল শাহেদ: কোভিড মহামারি শুরু হওয়ার পর চলচ্চিত্রে নেমে আসে এক ধরনের বন্ধ্যাত্ব। প্রযোজক ও পরিচালকরা এ সময়টাতে হাত গুটিয়ে বসে আছেন। মাঝে মধ্যে কিছু কাজ হলেও চলচ্চিত্রের যে তরতাজা ভাব আছে সেটা ফিরে আসেনি। প্রথম সারির চিত্রতারকারা ঘরে বসে থাকলেও অন্যরা টিভি নাটক, ওয়েব ফিল্ম এবং ইউটিউবের বিভিন্ন কনটেন্টসে কাজ করে চলেছেন।

এই বন্ধ্যাত্বের সময়টা সরব ছিলেন পরিচলক অনন্য মামুন। এ বছর তিনি তিনটি ছবি নির্মাণ করেছেন। সবগুলো ছবিই তিনি নিজের অ্যাপস আইথিয়েটারে মুক্তি দিয়েছেন। এই ছবিগুলোর মধ্যে রয়েছে ‘নবাব এলএলবি’, ‘কসাই’ ও ‘মেকআপ’। এর মধ্যে ‘কসাই’ ছবিটি তিনি ইমপ্রেস টেলিফিল্মের কাছে বিক্রি করে দিয়েছেন। প্রিয় মনি অভিনীত এই ছবিটি ঈদের দিন চ্যানেল আইতে প্রিমিয়ার হবে। নবাব এলএলবি সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনন্য মামুন। শুধু মেকআপ ছবিটি সম্পর্কে তিনি কিছু বলেননি। অনন্য মামুন জানান, সম্প্রতি তিনি ‘অমানুষ’ ছবিটির কাজও শেষ করেছেন। নতুন ছবির কাজ শুরু করবেন ঈদের পর থেকে।

তিনি বলেন, ‘আমি চলচ্চিত্র সচল থাকুক। ছবি মুক্তি পাক নিয়মিত। সেটা হতে পারে অ্যাপসে বা সিনেমা হলে।’ এছাড়া শাপলা মিডিয়া একশ’ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিল। প্রথম দফায় শুরু হয়েছিল দশটি ছবির কাজ। তার থেকে ইতোমধ্যে শেষ হয়েছে দু’তিনটি ছবির কাজ। কিন্তু সেগুলো সেন্সর পর্যন্ত এখনও যায়নি কোনোটি। অনন্য মামুনের আইথিয়েটারের পর সোমবার থেকে আরো একটি অ্যাপস চালু হয়েছে। সেটি হলো চরকি। শিহাব শাহীনের ‘মরিচীকা’ ওয়েব ফিল্ম দিয়ে চরকির যাত্রা শুরু হয়েছে। শাপলা মিডিয়ার সিনেবাজ শুরু হবে ঈদের দিন থেকে। এই অ্যাপসটিতে প্রথম মুক্তি পাবে শাকিব খান ও বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ ছবিটি। নবাব এলএলবি এবং বিদ্রোহী দিয়ে শাকিব খান, মাহিয়া মাহি ও বুবলীর অ্যাপসে অভিষেক হয়ে গেছে বলা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়