শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীববৈচিত্র রক্ষায় কুয়াকাটায় ব্লু গার্ড সদস্যদের ব্যতিক্রমী উদ্দ্যোগ

উত্তম কুমার: [২] জীববৈচিত্র রক্ষায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ওায়ার্ল্ড ফিস বাংলাদেশ’র ইকো ফিস-২। স্থানীয় ১১ জন জেলে নিয়ে গঠন করা হয় ব্লু গার্ড নামের একটি টিম।

[৩] চলমান লকডাউনের সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিমে লেম্বুরবন পর্যন্তÍ ১৩ কিলোমিটার এরা পাহাড়ায় নিয়োজিত থাকে। এর ফলে অসাধু জেলেরা ঘন জাল দিয়ে রেনুপোনা নিধন বন্ধ হবে। এমনকি সৈকতে প্লাস্টিক বর্জ্যে জীববৈচিত্র্য বিনষ্ট করতে না পারে এনিয়ে কাজ করবে তাঁরা। ইতোমধ্যে কুয়কাটার সৈকতে এ ব্লু গার্ড সদস্যরা দৃষ্টান্ত স্থাপন করলেছেন।

[৪] ব্লু গার্ড সদস্য পঞ্চাশোর্ধ জেলে আজিজ আকন বলেন, কয়েক দিন আগে ওয়ার্ল্ড ফিসের একটি কর্মশালায় প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন আজিজ আকনসহ তার সঙ্গীরা। সেখানেই বুঝতে পেরেছেন রেনু পোনা ধরলে মৎস্য ভান্ডারে কি কি নেতিবাচক প্রভাব পড়ে। তাঁর সাথে স্বেচ্ছায় আরও যুক্ত হয়েছেন কুয়াকাটার জেলে ইউসুফ হাওলাদার, খলিল, নুর জামাল, ইমরান হোসেন, মেহেদী, মনির হোসেন, মনির, সাইদুল, বেল্লাল ও হাবীব মুন্সী।

[৫] গত চারদিন ধরে এ সচেতনতামূলক এ কাজটি করতে গিয়ে অভিজ্ঞতার কথা জানালেন ব্লু গার্ড সদস্য নুর জামাল। যারা রেনুপোনা ধরছে সবাই পরিচিত মুখ। তাদের নানাভাবে রেনুপেনা ধরার কুফল সম্পর্কে বলতে গিয়ে তিরস্কারের শিকার হচ্ছেন। এসব থেকে অসাধু রেনুপোনা শিকারীদের নিভৃত করতে নুর জামাল বলেন, ‘যাগো হাতে আইন রইছে হ্যারা যদি আমাগো কামে (কাজে) সহযুগীতা করে তাইলে মোগো কামে সফলতা পামু।’

[৬] ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ’র ইকো ফিস-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে সহকারি গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রে চলছে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন নিশ্চিত হলে উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি চিংড়ির রেনু শিকার করতে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছের লাখ লাখ রেনু ধ্বংস হচ্ছে। সেজন্য সুবিধাভোগী প্রশিক্ষিত কুয়াকাটার ১১ জেলেকে উদ্বুদ্ধ করে ব্লু গার্ড গঠন করেছি বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়