শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন কলে ছিনতাইকৃত গরুবাহী ট্রাক উদ্ধার, আটক ২

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে গাইবান্ধা থেকে ছিনতাইকৃত ২১টি গরুবাহী ট্রাক বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। তারা হলেন-শাকিল (২৪) ও আব্দুল বারী ওরফে যুবরাজ (৪০)।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার ভোর পৌনে ৫টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিটোলা থেকে আরিফ নামে থেকে একজন ফোন করে জানান, তিনি এবং চট্টগ্রামের একজন গরু ব্যবসায়ী আলমগীরসহ পাঁচজন রোববার রাতে ২১টি গরু নিয়ে একটি ট্রাকে করে নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে নীলফামারী-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিটোলার দুর্গাপুর এলাকায় রাত ১২টার দিকে অন্য একটি ট্রাক তাদের গরুবাহী ট্রাকটির পথরোধ করে। ৮ থেকে ১০ জন দুষ্কৃতকারী অস্ত্রশস্ত্র ঠেকিয়ে মারধর করে তাদের ট্রাক থেকে নামিয়ে দেয়। এরপর তাদের হাত পা মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে তাদের সমস্ত জিনিষপত্রসহ গরুবাহী ট্রাকটি নিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

[৪] কলার জানান, একজন পথচারীর সহায়তায় তারা তাদের হাত পায়ের বাঁধন খুলে ট্রাকের মালিককে ফোন করেন এবং তার কাছ হতে জানতে পারেন ট্রাকটিতে সংযোজিত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ছিনতাইকৃত ট্রাকটির অবস্থান দেখাচ্ছিল বগুড়ার গাবতলীর কাছাকাছি।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি বগুড়ার গাবতলী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে গাবতলী থানা পুলিশের একধিক দল অভিযান শুরু করে।

[৬] পরে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম ৯৯৯ কে জানান, সড়ক- মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর এক পর্যায়ে বগুড়ার গাবতলীর ঊনচরকী নামক স্থানে থেমে থাকা একটি গরুর ট্রাক দেখতে পায় পুলিশ। এএসআই রবিউল ও তার টহল দল ট্রাকটির দিকে এগিয়ে গেলে পুলিশ দেখে দুষ্কৃতিকারীরা দিক্বিদিক পালাতে শুরু করে। ইতোমধ্যে অন্য একটি দল নিয়ে সেখানে হাজির হন পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল। এরপর তারা ধাওয়া করে দুইজন দুষ্কৃতিকারীকে আটক করে। পরে আটককৃতদের ও গরুসহ উদ্ধধার ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক দুষ্কৃতিকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়