শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে এক সাংবাদিকের ওপর হামলা

আফরোজা সরকার : [২] জেলার হাতীবান্ধায় সংবাদ প্রকাশ করতে গিয়ে সেলিম সম্রাট নামে এক সাংবাদিক হামলার করা হয়। এবিষয়ে থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত আসামীকে গ্রেপ্তার করেননি পুলিশ।

[৩] রোববার (১১ জুলাই) বিকাল ৫ টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি প্রতিবেদন করেতে গিয়ে ওই হামলার শিকার সাংবাদিক সেলিম সম্রাট। তিনি সৃষ্টি টেলিভিশন নামে একটি অনলাইন টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এঘটনায় স্থানীয় সাংবদিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

[৪] স্থানীয় সাংদিকরা জানান, সেলিম সম্রাট রোববার বিকালে বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভিডিও করা শুরু করেন। এ সময় ওই এলাকার আব্দুর রহমানের ছেলে তাইজুল ইসলাম মুকুটসহ কয়েকজন এসে সম্রাটের উপর করে এলোপাতাড়ি ভাবে মারধর করা শুরু করেন। পরে স্থানীয়রা ওই সাংবাদিককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

[৫] হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক বলেন, লালমনিরহাটে সাংবাকি মারধর করাটা কালচার তৈরি হয়ে গেছে এসব আর মেনে নেওয়া হবে না। আমরা পুলিশের কাছে গিয়েছি, পুলিশ আমাদের কাছে ২৪ ঘন্টা সময় চেয়েছেন আমরাও ২৪ ঘন্টা সময় দিয়েছি। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।’

[৬] লালমনিরহাট হাতিবান্ধা থানার ওসি বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়