শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলক ঘটক: সাংবাদিকতায় কেন ভয়ের পরিবেশ?

পুলক ঘটক: একটি সরকারি হাসপাতালে দুর্নীতির চিত্র প্রকাশ করায় গ্রেপ্তার হয়েছেন একজন সাংবাদিক। তিনি জাগোনিউজ২৪.কমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু। অসুস্থ হয়ে হাতকড়া পরেই তাঁকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হচ্ছে। একটি হাসপাতালে দুর্নীতির রিপোর্ট প্রকাশ করা মানে জনগণের স্বার্থে কাজ করা। এটা ডাক্তারদের বিরুদ্ধেও নয়, সরকারের বিরুদ্ধেও নয়। কারণ এই দুর্নীতি সকল ডাক্তার করেনি। ওই হাসপাতালের দায়িত্বে নিয়োজিত সকল ব্যক্তিও এর সঙ্গে জড়িত নয়। তাহলে সাংবাদিকতায় অপরাধ কোথায়? সাংবাদিকতায় কেন এই ভয়ের পরিবেশ? ডিজিটাল নিরাপত্তা আইনের শিকার এই সাংবাদিকদের পাশে সাহস করে দাঁড়ানোর মতো আসলেই কি কোনো সাংবাদিক নেতৃত্ব আছে?

রিপোর্টার্স উইদাউট বর্ডারের মতো আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন যখন আমাদের ওপর ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ নিয়ে রিপোর্ট প্রকাশ করে তখন সরকারেরও আগে আমাদের নিজেদের সাংবাদিক সংগঠন তার বিরুদ্ধে বিবৃতি দেয়! ফেনিতে সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কিরকে গুলি করে হত্যা করা হয়েছে পেশাগত দায়িত্ব পালনের সময়। বেদনার সঙ্গে লক্ষ্য করেছি ঢাকায় আমাদের সাংবাদিক সংগঠনগুলো একদম চুপচাপ ছিলো। কয়েকবছর আগে দৈনিক ইনকিলাবে আন্দোলনরত সাংবাদিকদের ওপর হামলা এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ আমাদের সহকর্মীরা মনে রেখেছেন কি-না জানি না। এবারে দৈনিক জনকণ্ঠের সামনে আন্দোলনরত সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয়েছে তার সঙ্গে ইনকিলাবের সেই ঘটনাটি মিলিয়ে দেখুন। সহকর্মীরা যদি এভাবে মার খায়, অথচ সাংবাদিক নেতৃত্ব তাদের পাশে না দাঁড়ায় তাহলে সংগঠনের ওপরই মানুষের আস্থাহীনতা তৈরি হয়। তাতে সরকারেরও কোনো উপকার হয়না। এ আঁধার ঘোচাতে হবে। লেখক : সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়