শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০১:৪০ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারফিন শাহ্: ‘রেহানা মরিয়ম নূর’, সাদ ও বাঁধন এই শিক্ষা দেন, গোটা দুনিয়া যেদিকে যাক, মানুষ যা খুশি বলুক, নিজের পছন্দের কাজটা নিভৃতে করে গেলে, কঠোর পরিশ্রম করলে তার সুফল মিলবেই

শারফিন শাহ্: ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি ইতোমধ্যে দেশে-বিদেশে নতুন এক তরঙ্গ ওঠাতে সক্ষম হয়েছে। কান ফেস্টিভ্যালে প্রদর্শনী শেষে ‘স্ট্যান্ডিং ওভেশন’ তো আছেই, এর সঙ্গে যুক্ত হয়েছে হলিউড রিপোর্টার, এনডিটিভিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে ছবিটির রিভিউ। এছাড়াও চৈনিক চলচ্চিত্র সমালোচককে দেওয়া পরিচালক সাদের সাক্ষাৎকারটিও বেশ উদ্দীপক।

কিন্তু যে ছবিটি নিয়ে এতো হৈ চৈ সেই ছবিটিই তো দেখা হলো না। ডয়েচে ভেলের তথ্যমতে, সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ছবিটি মুক্তির একটা আভাস পাওয়া গেছে, তাও অনিশ্চিত। মুক্তি দিলেইবা কীÑছবিটা দেখবেন কারা? হিট হওয়ার মতো ছবি তো নয় এটা। সাদের এর আগের ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’ কজন দেখেছেন? ওই ছবিও তো সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার, অভিনেতা মোস্তফা মনোয়ারের সেরা অভিনেতার পুরস্কার, বেস্ট এশিয়ান ফিচার ফিল্মের নমিনেশন এবং রটারডাম, জঞ্জু সাউথ কোরিয়া, সিনেউরোপা সান্তিয়াগো, কেরালাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে পৌঁছাতে পেরেছিল। কজন জানেন সে কথা? অনেকে বলবেন, সাদ প্রচারবিমুখ, তার ফেসবুক আইডি নেই, জানবো কীভাবে? সাদ আড়ালে থাকলেও তাকে নিয়ে লেখালেখি হয়েছে। চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি, মোস্তফা সরওয়ার ফারুকী প্রথম আলোতে লিখেছেন তাকে নিয়ে, সেসব কজন পড়েছেন? ফেসবুকের শিশু তারকাদের হাবিজাবি ভিডিও দেখলে আর দার্শনিকদের লেখা পড়লে সাদকে চিনবেন কীভাবে? সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ দেশে তেমন আলোচনায় আসেনি বলেই হয়তো তিনি আরও পরিশ্রম করেছেন আড়ালে ডুবে গিয়ে, যার ফসল ‘রেহানা মরিয়াম নূর’-এর আন্তর্জাতিক স্বীকৃতি।

অনেকেরই ধারণা, সাদ হুট করেই এই পর্যায়ে এসেছে। ব্যাপারটা ঠিক তা নয়। ২০০৬ সালে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। ছাত্রকালেই কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাত পাকিয়ে ২০১২ সালে দেশ টিভির জন্য ‘একটি অপ্রকাশিত কবিতা’ নামের ফিকশন নির্মাণ করে প্রশংসিত হন। এ ছাড়া ওয়াহিদ তারেকের ছবি আলগা নোঙ্গর-এর চিত্রনাট্যও লিখেছেন। এভাবেই নিভৃতে কাজ করার সুবাদে তিনি আজ বিশ্বখ্যাতি অর্জন করেছেন। সাদ সবকিছুই করেছেন দেশে বসে। তার সহকর্মীদের নিয়েও তিনি গর্বিত। এমন একজন নির্মাতার হাত ধরেই তো বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নতুন যুগে প্রবেশ করতে পারে।

ছবির মূল অভিনেত্রী বাঁধনকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ২০০৬ সালে লাক্স সুপারস্টারে রানার্সআপ হয়ে হুমায়ূন আহমেদের কাহিনি ও চিত্রনাট্যে, তৌকীর আহমেদের ‘দ্বারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু বিডিএস ফাইনাল পরীক্ষার জন্যে ছবিটা করতে পারেননি। এই আক্ষেপ তার সবসময় ছিল। পরবর্তী সময়ে বিয়ে, স্বামীর অত্যাচার ও ডিভোর্স শেষে মেয়েকে ফিরে পাওয়ার লড়াইÑসবই মিডিয়ায় এসেছে। রেহানা মরিয়ম নূর চরিত্রটি অনেকটা তারই প্রতিচ্ছবি, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাঁধন এর আগেও ‘নিঝুম অরণ্যে’ নামক একটি ছবিতে কাজ করেছেন, খুব ভালো হয়নি ছবিটি। কিন্তু নিজের জীবনের ভাঙাগড়ায় না ভেঙে পড়ে তিনি পরিশ্রম করে গেছেন সব অপমান সহ্য করে। আজ তার ফল পেয়েছেন। কানের রেডকার্পেটে দাঁড়িয়ে বিশ্বসেরাদের কাতারে চলে গেছেন, এর আগে বাংলাদেশের আর কোনো অভিনেত্রী এমন সম্মানের দেখা পাননি। সামনেই আসছে সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’। এখানেও তাকে দেখা যাবে মূল চরিত্রে। সব মিলিয়ে এখন সময়টা বাঁধনের।

রেহানা মরিয়ম, সাদ ও বাঁধন এই শিক্ষা দেয়, গোটা দুনিয়া যেদিকে যাক, মানুষ যা খুশি বলুক, নিজের পছন্দের কাজটা নিভৃতে করে গেলে, কঠোর পরিশ্রম করলে তার সুফল মিলবেই! কেউ রুখতে পারবে না দৃঢ়চেতা ও পরিশ্রমী স্বপ্নবাজের জয়রথ!

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়