শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বরকে চুমু খাবো, আটকে দেখান’

রাশিদ রিয়াজ : ভারতে কোভিড স্বাস্থ্যবিধি ভেঙে পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন এক নারী। এমনিতে ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। অর্থনৈতিক পুনুরুদ্ধার কার্যক্রম বার বার হোঁচট খাচ্ছে। কলকারখানায় ঠিকমত শ্রমশক্তি উৎপাদনে যোগ দিতে পারছে না। সুনামির মতো আছড়ে পড়েছে অতিমারীর দ্বিতীয় ঢেউ। ভাইরাসের ধাক্কা সামলাতে কার্যত হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু সচেতনতা? ভারতের সাধারণ মানুষের মাঝে তার কোনও বালাই দেখা যাচ্ছে না এখনও। দিল্লির ঘটনা আরও একবার প্রমাণ করল সে কথাই। দি ওয়াল

করোনার ধাক্কায় এমনিতেই জেরবার অবস্থা ভারতের রাজধানীর। সংক্রমণের ঢেউ সামাল দিতে সপ্তাহান্তে লকডাউন জারি করেছে দিল্লি সরকার। এর মাঝেই রবিবাসরীয় বিকেলে ‘ঘুরতে’ বেরিয়েছিলেন এক দম্পতি। চার চাকার গাড়ি নিয়ে লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের রাস্তায় ঘুরছিলেন তারা। বলা বাহুল্য, সঙ্গে ছিল না কার্ফ্যু পাস, যা দিল্লিতে সম্প্রতি লকডাউনকালে বাইরে বেরোনোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

গাড়িটিকে যথারীতি আটকে দেয় পুলিশ। কিন্তু তারপরেই শুরু হয় ঝামেলা। পুলিশ কর্মীর সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দেন ওই দম্পতি। তাদের গাড়ি কেন আটকানো হল, সেটাই ছিল তাদের প্রশ্ন। এই বচসার একটি ভিডিও ক্লিপ এদিন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দম্পতির দায়িত্বজ্ঞানহীনতা, অযথা তর্কে বিরক্ত হয়েছেন নেটিজেনরা সকলেই।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে পুলিশ গাড়ি আটকে দিলে ভদ্রলোক নেমে এসে প্রশ্ন করছেন, কেন আপনি আমার গাড়ি আটকালেন? আমি গাড়ির ভিতরে আমার স্ত্রীর সঙ্গে ছিলাম। তাদের কারোর মুখেই মাস্ক ছিল না। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গাড়ির ভিতর একা থাকলেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ কর্মী যখন সেকথা মনে করিয়ে দেন, তখন উল্টো তর্ক জোড়েন সঙ্গে থাকা ওই নারী। স্পষ্টই তাকে বলতে শোনা যায়, আমি আমার বরকে চুমু খাবো, আপনি আমায় আটকাতে পারবেন? বেশ খানিকক্ষণ বচসার পর ঘটনাস্থলে নারী পুলিশ কর্মীকে ডেকে পাঠানো হয়। নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয় ওই দম্পতিকে। ভদ্রলোকের নাম পঙ্কজ দত্ত এবং নারী হলেন আভা গুপ্ত। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার সকালে আদালতেও হাজির করা হবে। নারীকেও শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

দিল্লিতে রোববার করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার মানুষ। করোনা বিধি ভাঙার জন্য গত কয়েকদিনে প্রায় ৫৭০টি এফআইআর দায়ের হয়েছে পুলিশের খাতায়। গ্রেফতার হয়েছেন অন্তত ৩২৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়