ইংল্যান্ড নারী দলের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারতীয় নারী ক্রিকেট দল। গত শুক্রবার (৯ জুলাই) সিরিজের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য এই ফিল্ডিং পারফরম্যান্স দেখালেন ভারতীয় নারী দলের নবাগতা ক্রিকেটার হার্লিন।
ম্যাচের উনিশতম ওভারে ইংল্যান্ডের অ্যামি জোনস ভারতের শিখা পাণ্ডের বলে ছয় মারতে যান। মনে হচ্ছিল বলটি বাউন্ডারি পার হয়ে ছক্কা হতে চলেছে। কিন্তু হার্লিন অনবদ্য ফিল্ডিংয়ে একপ্রকার নিশ্চিত ওভার বাউন্ডারি থেকে উইকেট তুলে নিলেন।
সেসময় অ্যামি ২৬ বলে ৪৩ রানে ব্যাট করছিলেন। হার্লিনের দুর্দান্ত সেই ক্যাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে ম্যাচটি ১৮ রানে হারতে হয়েছে। তবে আলোচনায় হার্লিনের দুরন্ত ক্যাচ।
আপনার মতামত লিখুন :