শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোপার ফাইনাল ম্যাচকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: [২] কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই দলের সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কায় রোববার ১১ জুলাই ভোর থেকে জেলাজুড়ে সহস্রাধিক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া শনিবার ১০ জুলাই সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে সতর্কতা রাজি করা হয়েছে।

[৩] জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানিয়েছেন, জেলার সবগুলো ইউনিয়ন ও পৌরসভার ১১৬টি বিটেই নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে। যেন করোনার মাঝে কেউ জনসমায়েত হয়ে ফুটবল খেলা না দেখে।

[৪] ব্রাহ্মণবাড়িয়ায় ইতিমধ্যে ছোট একটা ঘটনা ঘটে গেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। ফলে আমরা কোন সহিংসতার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না। জেলায় সব মিলে হাজার খানেক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা রোববার ভোর থেকে বিকেল পর্যন্ত মোতায়েন থাকবে।

[৫] একই সাথে করোনার কারণে লকডাউন চলায় যেকোন কাজে জনসমায়েত হতে নিষেধ করে মাইকিং করা হয়েছে। জেলার বিভিন্ন শহরে মাইকে বলা হয়, রোববার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তবে এ খেলা প্রোচেক্টরের বড় পর্দায় বা দোকাটপাটে, ক্লাব ঘরে দেখা যাবে না। তবে যার যার বাসায় ঘরে বসে দেখতে কোন বাধা নেই।

[৬] এর আগে গত ৬ জুলাই কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা শেষে ব্রাজিল ফুটবল দলের এক সমর্থকের সাথে আর্জেন্টিনার এক সমর্থকের কথা কাটাকাটি হয়। তার জেরে তাদের মধ্যে হাতাহাতি বেঁধে গেলে স্থানীয়রা নিবৃত্ত করেন। তবে ওই ঘটনার জের ধরে বিকেলে দু দলের সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বেঁধে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়