শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিয়মের কারণে নয়, ভূমি ধসে ভেঙ্গেছে আশ্রয়ণ প্রকল্প: প্রকল্প পরিচালক

জিএম মিজান: [২] বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আশ্রয়হীনদের প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্প-২ ঘর গুলো অনিয়মের কারণে নয় ভূমি ধসে ভেঙ্গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুব হোসেন। শনিবার দুপুরে পাঁচ সদস্যের একটি টিম বগুড়ার শেরপুরে ভেঙ্গে পড়া ঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

[৩] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহার দুর্যোগ সহনীয় ঘর অবহেলা ও অনিয়মের কারণে ভেঙ্গে পড়েনি। ভূমি ধসের কারণে পাকা ঘর ও টয়লেট ধসে পড়েছে। এগুলো টেকসই করতে আরসিসি পিলারও দিয়েও রক্ষা করতে পারেনি। পরবর্তীতে এমন যেন আর না হয় সেজন্য বাড়ীর সামনে শস্যক্ষেতের পানি, ঘরে প্রবেশ করতে না পারে সে জন্য ঘরের সামনে দিয়ে স্থায়ী ড্রেনেজ নির্মান করে পানিগুলো খালে নামিয়ে দেয়া হচ্ছে। তাহলে এই ঘরগুলো রক্ষা পাবে।

[৪] এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিয়াউল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাবরিনা শারমিন, পিআইও সামছুন্নাহার শিউলী, উপজেলা যুবলীগ সভাপতি তারিকুল ইসলাম তারেক, আব্দুল রশিদ।

[৫] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় অতিদরিদ্র ভূমিহীনদের জন্য সরকারিভাবে আধাপাকা বাড়ি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। সে অনুযায়ী শেরপুর উপজেলায় দুই কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। পরে দুই শতক করে খাস জমি বন্দোবস্ত দিয়ে উপজেলার ৮টি ইউনিয়নে অতিদরিদ্র ১৬৩টি ভূমিহীন পরিবারকে একটি করে আধাপাকা বাড়ি নির্মাণ করে দেয়া হয়। দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেটসহ প্রধানমন্ত্রীর উপহারের প্রত্যেকটি বাড়ী নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ৭৫ হাজার টাকা।

[৬] এরই ধারাবাহিকতায় খানপুর ইউপির কয়েরখালি এলাকায় বুড়িগাড়ী নামক স্থানে খালের উপর ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ২২টি আধাপাকা বাড়ী নির্মাণ করা হয়। পরবর্তীতে সুফলভোগীদের হাতে এসব বাড়ীর জমির দলিল ও বাড়ীর চাবি হস্তান্তর করা হয়। কিন্তু বর্ষা মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে দুর্যোগসহনীয় ৭টি ঘরের একাংশ করে ভেঙ্গে পরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়